নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সংস্থাটির সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল সোমবার এক ওয়েবিনারে এ নিয়ে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জোটের নেতারা।
জোট নেতাদের দাবি, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে কূটনীতিক সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় পক্ষ ‘ষড়যন্ত্র’ করছে। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার এবং বন্ধু দেশগুলোর কাছে সব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারা।
ওয়েবিনারে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যে আমির হোসেন আমু বলেন, ‘আজকে বঙ্গোপসাগর নিয়ে যে বলয় সৃষ্টি হয়েছে, সেই বলয়ে আমাদের দেশ অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই চাপ প্রয়োগ হচ্ছে বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এটা তাদের জন্যই অসম্মানজনক সিদ্ধান্ত বলে পরিগণিত হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের সরকারকে অপছন্দ করে কিংবা তার ইচ্ছা অনুযায়ী সরকার পরিবর্তন করতে চায়, তখন সে সরকারের ওপর বিভিন্নভাবে দোষারোপ করে। ট্রাম্পের সময়েই যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে গেছে। বাইডেন কিন্তু ঘোষণাই দিয়েছেন যে তারা বিশ্ব নেতৃত্বে ফিরতে চায়। এ জন্য বিভিন্ন দেশকে তাদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলেও তারা প্রভাববলয় সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত না দেওয়ার পেছনে সেই ভূরাজনীতি-ই কাজ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, র্যাব গঠন হওয়ার পর সন্ত্রাসকে কোণঠাসা এবং জঙ্গিবাদকে দমন করা গেছে। যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অসম্মানজনক।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্র যখন ব্ল্যাকমেল করতে চায় তখন তারা এভাবে অগ্রসর হয়। এভাবে বিভিন্ন সংকট সৃষ্টি করে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যায়। আজকে এটার কিন্তু সে সবের পূর্ব লক্ষণ। তারা সরকারকে পরিবর্তন করতে চায়।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সংস্থাটির সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল সোমবার এক ওয়েবিনারে এ নিয়ে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জোটের নেতারা।
জোট নেতাদের দাবি, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে কূটনীতিক সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় পক্ষ ‘ষড়যন্ত্র’ করছে। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার এবং বন্ধু দেশগুলোর কাছে সব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারা।
ওয়েবিনারে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যে আমির হোসেন আমু বলেন, ‘আজকে বঙ্গোপসাগর নিয়ে যে বলয় সৃষ্টি হয়েছে, সেই বলয়ে আমাদের দেশ অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই চাপ প্রয়োগ হচ্ছে বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এটা তাদের জন্যই অসম্মানজনক সিদ্ধান্ত বলে পরিগণিত হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের সরকারকে অপছন্দ করে কিংবা তার ইচ্ছা অনুযায়ী সরকার পরিবর্তন করতে চায়, তখন সে সরকারের ওপর বিভিন্নভাবে দোষারোপ করে। ট্রাম্পের সময়েই যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে গেছে। বাইডেন কিন্তু ঘোষণাই দিয়েছেন যে তারা বিশ্ব নেতৃত্বে ফিরতে চায়। এ জন্য বিভিন্ন দেশকে তাদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলেও তারা প্রভাববলয় সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত না দেওয়ার পেছনে সেই ভূরাজনীতি-ই কাজ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, র্যাব গঠন হওয়ার পর সন্ত্রাসকে কোণঠাসা এবং জঙ্গিবাদকে দমন করা গেছে। যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অসম্মানজনক।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্র যখন ব্ল্যাকমেল করতে চায় তখন তারা এভাবে অগ্রসর হয়। এভাবে বিভিন্ন সংকট সৃষ্টি করে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যায়। আজকে এটার কিন্তু সে সবের পূর্ব লক্ষণ। তারা সরকারকে পরিবর্তন করতে চায়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে