Ajker Patrika

ভালো ফলনেও হতাশ পানচাষি

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০: ০২
ভালো ফলনেও হতাশ পানচাষি

বরিশালের আগৈলঝাড়ায় পানের ভালো ফলনেও হাসি নেই প্রান্তিক চাষিদের মুখে। ভরা মৌসুমেও পানের দাম না পেয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। অথচ গ্রাম থেকে যাওয়া এ পান ঢাকাসহ বিভিন্ন স্থানে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে তিন হাজার পাঁচ শ পান চাষি রয়েছেন। শ্রমিকের মজুরি বৃদ্ধি, অতিরিক্ত দামে খৈল ও বাঁশের শলা কেনাসহ প্রয়োজনীয় উপকরণের বাজার ঊর্ধ্বমুখী। কিন্তু উপজেলার হাট-বাজারগুলোতে কম দামে পান বিক্রি করতে হচ্ছে।

গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের পান চাষি কাদের হাওলাদার, মিলন রায় ও গৈলা গ্রামের রাকিব আকন জানান, এ বছর পান বিক্রি করে লাভ তো দূরের কথা, পান চাষের খরচ ওঠে কি না তা নিয়েই সন্দেহ আছে। শ্রমিকদের মজুরি দিতেও হিমশিম খেতে হচ্ছে।

কালুপাড়া গ্রামের পান চাষি সুবাস মন্ডল জানান, কিছুদিন আগে ঝড়ে তার পানের বরজের বেশ কিছু বেড়া ভেঙে পড়েছে। সেই পান বরজের সংস্কার করা তারপর আবার পানের দাম কম থাকায় ঝামেলায় পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, আমাদের সব সময় চেষ্টা থাকে যাতে পানের ফলনে কোনো সমস্যা না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত