বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমার নাম ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা হুমায়ূন আহমেদের ‘কবি’ নয়, এ নামে নতুন গল্প লিখেছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এর আগে শাকিব খান ও কলকাতার পাওলি দামকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন কল্লোল। মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ওই সময় সত্তা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল ঢাকাই সিনেমায়। কারণ, এ সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব, সেটা তাঁর আর দশটা সিনেমার চেয়ে অনেকটাই আলাদা ছিল। ফলে সত্তাকে কেন্দ্র করে দর্শকের উচ্ছ্বাস ও প্রশংসা তো ছিলই, ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেরা অভিনেতার স্বীকৃতি ঘরে তুলেছিলেন শাকিব।
‘কবি’ নামের এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন শাকিব। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেই তৈরি হবে সিনেমাটি। দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের
গল্প এটি।
পাঁচ বছরের মাথায় এসে শাকিব আবারও কল্লোলের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। ‘কবি’ নামের এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন শাকিব। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেই তৈরি হবে সিনেমাটি। দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের গল্প এটি। কল্লোলের গল্পে সিনেমার চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। গান লিখেছেন সাদাত হোসাইন। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও কলকাতার দুজন শিল্পী। প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক পোস্টারও। তবে কবি সিনেমায় শাকিবের নায়িকা কে হবেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। তিনি বলেন, ‘দুই বছর আগে থেকে গল্পটি নিয়ে কাজ করছি আমরা। নানা কারণে এত দিন শুটিংয়ে যেতে পারিনি। শাকিব খান যেহেতু প্রযোজক, ফলে তিনি দেশে ফিরলেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেব আমরা। অন্যান্য অভিনয়শিল্পীর নামও জানা যাবে ওই সময়।’
টানা ৯ মাসের প্রবাসযাপন শেষে ১৫ আগস্ট দেশে ফিরবেন শাকিব খান। গত বছর ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার জন্য এত দিন সেখানেই ছিলেন। গত মাসে গ্রিনকার্ড-সংক্রান্ত সব কাজ শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা।
সব ঠিক থাকলে নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ফেরার উদ্দেশে ফ্লাইট ধরবেন শাকিব খান। প্রথমে নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে যাবেন। সেখানে আড়াই ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১৫ আগস্ট সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।
সিনেমার নাম ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা হুমায়ূন আহমেদের ‘কবি’ নয়, এ নামে নতুন গল্প লিখেছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এর আগে শাকিব খান ও কলকাতার পাওলি দামকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন কল্লোল। মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ওই সময় সত্তা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল ঢাকাই সিনেমায়। কারণ, এ সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব, সেটা তাঁর আর দশটা সিনেমার চেয়ে অনেকটাই আলাদা ছিল। ফলে সত্তাকে কেন্দ্র করে দর্শকের উচ্ছ্বাস ও প্রশংসা তো ছিলই, ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সেরা অভিনেতার স্বীকৃতি ঘরে তুলেছিলেন শাকিব।
‘কবি’ নামের এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন শাকিব। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেই তৈরি হবে সিনেমাটি। দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের
গল্প এটি।
পাঁচ বছরের মাথায় এসে শাকিব আবারও কল্লোলের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন। ‘কবি’ নামের এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন শাকিব। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেই তৈরি হবে সিনেমাটি। দেশপ্রেমের পাশাপাশি দ্রোহের গল্প এটি। কল্লোলের গল্পে সিনেমার চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। গান লিখেছেন সাদাত হোসাইন। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও কলকাতার দুজন শিল্পী। প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক পোস্টারও। তবে কবি সিনেমায় শাকিবের নায়িকা কে হবেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। তিনি বলেন, ‘দুই বছর আগে থেকে গল্পটি নিয়ে কাজ করছি আমরা। নানা কারণে এত দিন শুটিংয়ে যেতে পারিনি। শাকিব খান যেহেতু প্রযোজক, ফলে তিনি দেশে ফিরলেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেব আমরা। অন্যান্য অভিনয়শিল্পীর নামও জানা যাবে ওই সময়।’
টানা ৯ মাসের প্রবাসযাপন শেষে ১৫ আগস্ট দেশে ফিরবেন শাকিব খান। গত বছর ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার জন্য এত দিন সেখানেই ছিলেন। গত মাসে গ্রিনকার্ড-সংক্রান্ত সব কাজ শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা।
সব ঠিক থাকলে নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ফেরার উদ্দেশে ফ্লাইট ধরবেন শাকিব খান। প্রথমে নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে যাবেন। সেখানে আড়াই ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১৫ আগস্ট সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে