নতুন করে কাজের শিডিউল করতে হবে
চঞ্চল চৌধুরী, অভিনেতা
প্রায় এক সপ্তাহ হয়ে গেল গৃহবন্দী আছি। ঘরে বসে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। সকালবেলা ঘুম থেকে জেগে সংবাদপত্র পড়ি, টেলিভিশন খুলি, রাত পর্যন্ত টেলিভিশনে নিউজ দেখি। ছেলের সঙ্গে সময় কাটাই। ইন্টারনেট নেই, তাই কম্পিউটারে যেসব সিনেমা নামানো ছিল, পরিবারের সঙ্গে বসে সেসব দেখি। যখন বিরক্ত লাগে, আইপ্যাডে ছবি আঁকি। যেকোনো পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হয়। তাই ধৈর্য ধরে ছিলাম। আমি হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছি না, ওটিটিতে সিনেমা দেখতে পারছি না, কিন্তু যাঁরা ইন্টারনেট বেইজ কাজ করেন, তাঁদের দুর্ভোগটা নিশ্চয় অনেক বেশি ছিল।
ভালো লাগছে, শেষ পর্যন্ত একটা সুন্দর সমাধান হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এর মধ্যে আমার যেসব কাজের শিডিউল ছিল, সেগুলো বাতিল হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে সেসব কাজের শিডিউল করতে হবে। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি। ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাবে আমার অভিনীত সিনেমা ‘পদাতিক’। বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এ দেশে মুক্তির তারিখ ঘোষণা করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারিখ ঘোষণা করা হবে। পদাতিক সিনেমার প্রচারে অংশ নিতে আগামী সপ্তাহে কলকাতায় যাওয়ার কথা রয়েছে। সেখানে সিনেমা মুক্তির পর দেশে ফিরব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
প্রার্থনা করছি, দ্রুত সব স্বাভাবিক হয়ে যাক
জাকিয়া বারী মম, অভিনেত্রী
গত এক সপ্তাহ ঠিকমতো ঘুমাতে পারছি না। ঘরে বন্দী হয়ে আছি। সারাক্ষণ উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে। ইন্টারনেট নেই। সারা দিন টিভিতে খবর দেখি, সংবাদপত্র পড়ি, দেশের পরিস্থিতি জানার চেষ্টা করি। আসলে দেশের এই অস্থির সময়ে আমরা কেউই ভালো নেই। এমনিতে কম কাজ করি আমি। একেবারে মনের মতো না হলে পরিচালককে ‘হ্যাঁ’ বলি ‘না’। অনেক দিন পরে টানা ১০ দিনের একটা শুটিং শিডিউল করেছিলাম—দুটি নাটক ও একটি ওয়েব সিনেমার। ঢাকা ও কক্সবাজারে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু দেশের এই চলমান পরিস্থিতির কারণে সেটা বাতিল করতে হলো। সবার আগে আমার দেশ, দেশের মানুষ। তাঁরা ভালো না থাকলে কিসের শুটিং! প্রার্থনা করছি, দ্রুত সব স্বাভাবিক হয়ে যাক। দেশের মানুষের মনে শান্তি ফিরে আসুক।
আরও সময় নিয়ে সবদিক শান্ত হলে কাজে ফিরব
নিরব হোসেন, অভিনেতা
পেশাগত কাজে আমি দেশের বাইরে ছিলাম। সেখানে বসে দেশের খবর শুনে খুবই উৎকণ্ঠার মধ্যে দিন কেটেছে। ২১ জুলাই দেশে ফিরেছি। এখনো ঘরে বসে সময় কাটছে। আমার মনে হয়, কোটাবিষয়ক একটা সুন্দর রায় ঘোষণার পাশাপাশি, সহিংসতা নিয়ন্ত্রণে সরকার যেভাবে শক্ত হাতে পুরো ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এটা দরকার ছিল। নিশ্চয়ই দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আবারও স্বাভাবিক জীবনে ফিরব সবাই, সেই অপেক্ষায় আছি।
২৩ জুলাই থেকে আমাদের শুটিং ছিল ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার। সেটা করা যাচ্ছে না। আরও কয়েকটা সিনেমার শুটিং করার কথা রয়েছে, সেগুলো ঠিক সময়ে করা যাবে কি না, এখনই বলতে পারছি না। তবে আমার মনে হয়, আরও সময় নিয়ে সবদিক শান্ত হলেই আমাদের কাজে ফেরা উচিত। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি।
নতুন করে কাজের শিডিউল করতে হবে
চঞ্চল চৌধুরী, অভিনেতা
প্রায় এক সপ্তাহ হয়ে গেল গৃহবন্দী আছি। ঘরে বসে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। সকালবেলা ঘুম থেকে জেগে সংবাদপত্র পড়ি, টেলিভিশন খুলি, রাত পর্যন্ত টেলিভিশনে নিউজ দেখি। ছেলের সঙ্গে সময় কাটাই। ইন্টারনেট নেই, তাই কম্পিউটারে যেসব সিনেমা নামানো ছিল, পরিবারের সঙ্গে বসে সেসব দেখি। যখন বিরক্ত লাগে, আইপ্যাডে ছবি আঁকি। যেকোনো পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হয়। তাই ধৈর্য ধরে ছিলাম। আমি হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছি না, ওটিটিতে সিনেমা দেখতে পারছি না, কিন্তু যাঁরা ইন্টারনেট বেইজ কাজ করেন, তাঁদের দুর্ভোগটা নিশ্চয় অনেক বেশি ছিল।
ভালো লাগছে, শেষ পর্যন্ত একটা সুন্দর সমাধান হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এর মধ্যে আমার যেসব কাজের শিডিউল ছিল, সেগুলো বাতিল হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে সেসব কাজের শিডিউল করতে হবে। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি। ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাবে আমার অভিনীত সিনেমা ‘পদাতিক’। বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এ দেশে মুক্তির তারিখ ঘোষণা করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারিখ ঘোষণা করা হবে। পদাতিক সিনেমার প্রচারে অংশ নিতে আগামী সপ্তাহে কলকাতায় যাওয়ার কথা রয়েছে। সেখানে সিনেমা মুক্তির পর দেশে ফিরব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
প্রার্থনা করছি, দ্রুত সব স্বাভাবিক হয়ে যাক
জাকিয়া বারী মম, অভিনেত্রী
গত এক সপ্তাহ ঠিকমতো ঘুমাতে পারছি না। ঘরে বন্দী হয়ে আছি। সারাক্ষণ উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে। ইন্টারনেট নেই। সারা দিন টিভিতে খবর দেখি, সংবাদপত্র পড়ি, দেশের পরিস্থিতি জানার চেষ্টা করি। আসলে দেশের এই অস্থির সময়ে আমরা কেউই ভালো নেই। এমনিতে কম কাজ করি আমি। একেবারে মনের মতো না হলে পরিচালককে ‘হ্যাঁ’ বলি ‘না’। অনেক দিন পরে টানা ১০ দিনের একটা শুটিং শিডিউল করেছিলাম—দুটি নাটক ও একটি ওয়েব সিনেমার। ঢাকা ও কক্সবাজারে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু দেশের এই চলমান পরিস্থিতির কারণে সেটা বাতিল করতে হলো। সবার আগে আমার দেশ, দেশের মানুষ। তাঁরা ভালো না থাকলে কিসের শুটিং! প্রার্থনা করছি, দ্রুত সব স্বাভাবিক হয়ে যাক। দেশের মানুষের মনে শান্তি ফিরে আসুক।
আরও সময় নিয়ে সবদিক শান্ত হলে কাজে ফিরব
নিরব হোসেন, অভিনেতা
পেশাগত কাজে আমি দেশের বাইরে ছিলাম। সেখানে বসে দেশের খবর শুনে খুবই উৎকণ্ঠার মধ্যে দিন কেটেছে। ২১ জুলাই দেশে ফিরেছি। এখনো ঘরে বসে সময় কাটছে। আমার মনে হয়, কোটাবিষয়ক একটা সুন্দর রায় ঘোষণার পাশাপাশি, সহিংসতা নিয়ন্ত্রণে সরকার যেভাবে শক্ত হাতে পুরো ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এটা দরকার ছিল। নিশ্চয়ই দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আবারও স্বাভাবিক জীবনে ফিরব সবাই, সেই অপেক্ষায় আছি।
২৩ জুলাই থেকে আমাদের শুটিং ছিল ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার। সেটা করা যাচ্ছে না। আরও কয়েকটা সিনেমার শুটিং করার কথা রয়েছে, সেগুলো ঠিক সময়ে করা যাবে কি না, এখনই বলতে পারছি না। তবে আমার মনে হয়, আরও সময় নিয়ে সবদিক শান্ত হলেই আমাদের কাজে ফেরা উচিত। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে