জয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ২২

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০৫: ২৪
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬

নেত্রকোনার মোহনগঞ্জে পরাজিত সদস্য প্রার্থীর লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে জয়ী প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা শুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার তেতলিয়া ইউনিয়নের বড়পাইকুরা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তেতুলিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের জয়ী মেম্বার শফিকুল ইসলাম তপনের লোকজন বড়পাইকুরা বাজারে রামদা, বল্লম দিয়ে হামলা চালিয়ে পরাজিত প্রার্থী মশিউর রহমান বাক্কুর লোকজনকে জখম করে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদেরকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ পাঠান কর্তব্যরত চিকিৎসক। একজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতরা হলেন- বড়পাইকুরা গ্রামের রোমান মিয়া (২৫), কাসেম (৫৪), মাসুক (৩৭) ও ফরিদ (৫৫)। আহত অন্যরা হলেন- একই গ্রামের শাওন, বেনু মিয়া, এজহার মিয়া, তপন মিয়া, রাহিম, রুবেল মিয়া, রাজিব আহমেদ, জনি মিয়া, রব্বানি, সাদ্দাম, রাকিব, রবিন, টিটু, জিল্লু মিয়া, রহিছ উদ্দিন, জিহাদ, রফিত ও তৌহিদ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন হয়। এতে উপজেলার তেতুলিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জয়ী হন শফিকুল ইসলাম তপন। নির্বাচনে মশিউর রহমান বাক্কু পরাজিত হন। নির্বাচনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় প্রতিহিংসার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে বড়পাইকুরা বাজারে পরাজিত প্রার্থী মশিউর রহমান বাক্কুর লোকজনের ওপর দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় হামলা চালায় শফিকুল ইসলাম তপনের লোকজন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত জয়ী মেম্বার শফিকুল ইসলাম তপনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। কোনো অভিযোগ এখনো পাইনি। তবে ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত