শোকজ নোটিশ পাওয়া আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২২, ০৬: ৩৪
আপডেট : ১৪ জুন ২০২২, ১২: ৫৭

শোকজ নোটিশ পাওয়া আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলনগাজীপুর মহানগর আওয়ামী লীগের কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে তাঁরা হতাশ না হওয়া এবং শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় তাঁরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

গতকাল সোমবার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলমের বাসায় এ সম্মেলন হয়।

এ সময় তিনি বলেন, ‘নোটিশ দেওয়া একটি সাংগঠনিক নিয়ম। এতে সংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করার অন্যতম পথ। সম্প্রতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে গোপনে আলোচনা ও সমাবেশ করায় কারণ দর্শানোর নোটিশ দেয় মহানগর আওয়ামী লীগ। এই নোটিশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমি জবাব দিয়েছি। যে যার অবস্থান থেকে নোটিশের জবাব দিয়েছেন। আশা করি মহানগর আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমা করে, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার সুযোগ করে দেবেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বাসন ইউনিয়ন ও থানার সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্বে ছিলাম এবং আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় বিএনপি সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছিলাম। রাজপথে আওয়ামী লীগের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আওয়ামী লীগকে দুর্বল করার জন্য বিএনপি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত