আফজালের কবিতা থেকে তানভীরের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অভিনয় ও নির্মাণের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিতেও পারদর্শী আফজাল হোসেন। এবার তাঁর লেখা কবিতা থেকে তৈরি হলো গান। শিরোনাম ‘কবে ও কীভাবে’। আফজাল হোসেনের কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকাদার আমরা আদর্শলিপির’ থেকে নেওয়া হয়েছে গানটি। গেয়েছেন তানভীর তারেক, সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

নতুন এই গান নিয়ে তানভীর তারেক বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে অনেক কাজ হয়েছে। তাঁর নির্মিত প্রথম সিনেমাতেও অভিনয় করেছি। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তাঁর একটি কবিতাকে গানে রূপান্তরের। তিনি সম্মতি জানালেন। কবিতাটি গানে রূপান্তরের জন্য সংযোজন-বিয়োজন করা হলো। গিটার-পিয়ানো বাজিয়ে একটি ডেমো ভয়েজ দিয়ে শোনার জন্য আফজাল হোসেনকে পাঠালাম। তিনি তখন যুক্তরাষ্ট্রে।

সেখানেই শুনলেন গানটি। খুব পছন্দ করলেন। এভাবেই গানটি তৈরি হলো। রোমান্টিক জনরার একটি গান। গানের কথাগুলো এমন—“আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছ কোলাহলে”। চমৎকার একটি গল্প আছে গানটিতে। আফজাল হোসেনের মতো গুণীজনের সঙ্গে আমার একটি স্মৃতিস্মারক হয়ে থাকবে গানটি।’

আফজাল হোসেন বলেন, ‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভালো লাগে। এটিও ওর একটা অংশ। ভালো কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’

তানভীর তারেকঈদুল আজহা উপলক্ষে সাউন্ডস অব তানভীর নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কবে ও কীভাবে শিরোনামের গানটি। বিশ্বব্যাপী গানটি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, সোহানা সাবা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত