ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
হালুয়াঘাটে বিয়েবাড়িতে অনুষ্ঠান শেষে ফেরার পথে গত বছরের ডিসেম্বরে দুই গারো স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। শুধু ওই দুই ছাত্রী নয়, বছরের শেষ সময়ে ঘুমন্ত মেয়ের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাও ছিল আলোচিত। পুলিশ অপরাধীদের ধরতে সক্ষমও হয়েছে। শুধু সংঘবদ্ধ ধর্ষণ বা যৌতুকের জন্য নির্যাতন নয়; উত্ত্যক্ত, অপহরণ ও ধর্ষণচেষ্টার ঘটনাও রয়েছে অনেক।
২০২০ সালের চেয়ে গত বছর ময়মনসিংহে এ ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলায় সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে ভালুকায়, আর কম নান্দাইলে। এসব ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি না হওয়ার কারণে এমন অপরাধ বাড়ছে বলে মত অনেকের।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ময়মনসিংহের ১৩ উপজেলায় গত বছর সহিংসতার শিকার হয়েছে ৭৭২ জন নারী ও শিশু। তবে বাস্তবে নির্যাতনের সংখ্যা আরও বেশি, যারা আইনি পদক্ষেপ নিতে থানা পর্যন্ত যায়নি। অনেক ঘটনা স্থানীয়ভাবেই মিটিয়ে দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গড়ে ময়মনসিংহে দিনে দুজনের বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। এ বছর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ২১ টি, ধর্ষণ ৩২৪, যৌতুক ১২৬, অপহরণ ১৬০, উত্ত্যক্ত ৪৮টি এবং ধর্ষণচেষ্টা রয়েছে ৯৩টি, যা ২০২০ সালের চেয়ে বেশি। ওই বছর জেলায় ৭৬৭ নারী নির্যাতনের শিকার হয়েছিল।
পুলিশের পরিসংখ্যান আরও বলছে, ২০২১ সালের মামলার মধ্যে ১৩৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ভালুকায়। ওই উপজেলায় ৭২টি ধর্ষণের ঘটনায় মামলা হয়। এর মধ্যে ৪০ শিশু। এর পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ সদরের কোতোয়ালি মডেল থানা। এই থানা এলাকায় ৫৫টি ধর্ষণ মামলার মধ্যে ৩১টি শিশু। সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে নান্দাইলে। ওই উপজেলায় মাত্র ছয়টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
গত বছরের মার্চে ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়। বাড়িতে মেয়েকে রেখে মা-বাবা পাশে ধর্মীয় সভা শুনতে গেলে প্রতিবেশী আজিজুল হক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। একই বছরের এপ্রিলে নগরীর কপিক্ষেত এলাকায় যৌতুকের জন্য গৃহবধূ সানজিদা আক্তার রেমিকে হত্যা করেন তাঁর স্বামী। বিয়ের ১০ মাসের মাথায় যৌতুকের বলি হতে হয় তাঁকে।
ভালুকায় ধর্ষণের ঘটনা বেশি হওয়ার কারণ হিসেবে সদ্য বিদায়ী ওসি মাহমুদুল হাসান বলেন, কর্মসংস্থানের সুযোগে ভালুকায় অনেক নারী-পুরুষ আসেন। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, দৈহিক মেলামেশাও করে। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে মামলা দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, করোনার কারণে ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। অনেক সময় তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছুদিন পর বিয়ে টেকে না, বিষয়টি মামলায় গড়ায়। এ ক্ষেত্রে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষককে সচেতন হতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহের সভাপতি মনিরা বেগম অনু বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা কমাতে হলে তা প্রতিরোধে যে আইন রয়েছে, তার বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। অপরাধীদের অপরাধ অনুযায়ী শাস্তি হলে সহিংসতা কমবে।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুরুজ বলেন, প্রকৃত শিক্ষা ও সচেতনতার অভাবে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এই সহিংসতা রোধে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে কাউন্সেলিং করলে সহিংসতা কিছুটা হলেও কমবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ময়মনসিংহে প্রকৃত ধর্ষণের ঘটনা খুব কম। বেশির ভাগ ক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের মামলা হয়। এ ক্ষেত্রে নারী ও পুরুষকে সচেতন হতে হবে।
হালুয়াঘাটে বিয়েবাড়িতে অনুষ্ঠান শেষে ফেরার পথে গত বছরের ডিসেম্বরে দুই গারো স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। শুধু ওই দুই ছাত্রী নয়, বছরের শেষ সময়ে ঘুমন্ত মেয়ের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাও ছিল আলোচিত। পুলিশ অপরাধীদের ধরতে সক্ষমও হয়েছে। শুধু সংঘবদ্ধ ধর্ষণ বা যৌতুকের জন্য নির্যাতন নয়; উত্ত্যক্ত, অপহরণ ও ধর্ষণচেষ্টার ঘটনাও রয়েছে অনেক।
২০২০ সালের চেয়ে গত বছর ময়মনসিংহে এ ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলায় সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে ভালুকায়, আর কম নান্দাইলে। এসব ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি না হওয়ার কারণে এমন অপরাধ বাড়ছে বলে মত অনেকের।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ময়মনসিংহের ১৩ উপজেলায় গত বছর সহিংসতার শিকার হয়েছে ৭৭২ জন নারী ও শিশু। তবে বাস্তবে নির্যাতনের সংখ্যা আরও বেশি, যারা আইনি পদক্ষেপ নিতে থানা পর্যন্ত যায়নি। অনেক ঘটনা স্থানীয়ভাবেই মিটিয়ে দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গড়ে ময়মনসিংহে দিনে দুজনের বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। এ বছর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ২১ টি, ধর্ষণ ৩২৪, যৌতুক ১২৬, অপহরণ ১৬০, উত্ত্যক্ত ৪৮টি এবং ধর্ষণচেষ্টা রয়েছে ৯৩টি, যা ২০২০ সালের চেয়ে বেশি। ওই বছর জেলায় ৭৬৭ নারী নির্যাতনের শিকার হয়েছিল।
পুলিশের পরিসংখ্যান আরও বলছে, ২০২১ সালের মামলার মধ্যে ১৩৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ভালুকায়। ওই উপজেলায় ৭২টি ধর্ষণের ঘটনায় মামলা হয়। এর মধ্যে ৪০ শিশু। এর পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ সদরের কোতোয়ালি মডেল থানা। এই থানা এলাকায় ৫৫টি ধর্ষণ মামলার মধ্যে ৩১টি শিশু। সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে নান্দাইলে। ওই উপজেলায় মাত্র ছয়টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
গত বছরের মার্চে ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়। বাড়িতে মেয়েকে রেখে মা-বাবা পাশে ধর্মীয় সভা শুনতে গেলে প্রতিবেশী আজিজুল হক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। একই বছরের এপ্রিলে নগরীর কপিক্ষেত এলাকায় যৌতুকের জন্য গৃহবধূ সানজিদা আক্তার রেমিকে হত্যা করেন তাঁর স্বামী। বিয়ের ১০ মাসের মাথায় যৌতুকের বলি হতে হয় তাঁকে।
ভালুকায় ধর্ষণের ঘটনা বেশি হওয়ার কারণ হিসেবে সদ্য বিদায়ী ওসি মাহমুদুল হাসান বলেন, কর্মসংস্থানের সুযোগে ভালুকায় অনেক নারী-পুরুষ আসেন। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, দৈহিক মেলামেশাও করে। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে মামলা দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, করোনার কারণে ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। অনেক সময় তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছুদিন পর বিয়ে টেকে না, বিষয়টি মামলায় গড়ায়। এ ক্ষেত্রে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষককে সচেতন হতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহের সভাপতি মনিরা বেগম অনু বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা কমাতে হলে তা প্রতিরোধে যে আইন রয়েছে, তার বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। অপরাধীদের অপরাধ অনুযায়ী শাস্তি হলে সহিংসতা কমবে।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুরুজ বলেন, প্রকৃত শিক্ষা ও সচেতনতার অভাবে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এই সহিংসতা রোধে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে কাউন্সেলিং করলে সহিংসতা কিছুটা হলেও কমবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ময়মনসিংহে প্রকৃত ধর্ষণের ঘটনা খুব কম। বেশির ভাগ ক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের মামলা হয়। এ ক্ষেত্রে নারী ও পুরুষকে সচেতন হতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে