নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তালিকা চূড়ান্ত। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচজনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বলছেন, নতুন কমিশনে যাঁরাই আসুন না কেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা ফেরানোই প্রধান চ্যালেঞ্জ হবে নতুন কমিশনের জন্য। দায়িত্ব নেওয়ার প্রথম দুই বছরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ইভিএমে ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে নতুন কমিশনকে।
দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনের প্রথম কাজ হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা। আগামী দুই বছরের মধ্যে বেশ কয়েকটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে ওই কমিশনকে। এসব নির্বাচনসহ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা নতুন ইসির জন্য একটি চ্যালেঞ্জ। ফলে নতুন কমিশনের মেয়াদ পাঁচ বছর হলেও প্রথম দুই বছর হবে তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের। এই সময়ের কর্মকাণ্ডের আলোকেই কমিশনের মূল্যায়ন হবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত বুধবার ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে নামগুলো প্রকাশ করা হয়নি। যে পাঁচজনকে নিয়ে ইসি গঠন করা হবে, তাদের বাইরে অন্য পাঁচজনের নাম এবার প্রকাশ করা হবে কিনা, তার নিশ্চয়তা নেই। কোন রাজনৈতিক দল বা কে কার নাম প্রস্তাব করেছিল, তা প্রকাশ করা হবে কিনা, এখনো সেই সিদ্ধান্ত হয়নি। তবে একটি সূত্র বলছে, আমলা, বিচারপতি, শিক্ষক, সেনা কর্মকর্তা ও একজন নারীকে নিয়ে এবার ইসি হতে পারে।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কে কার নাম প্রস্তাব করেছে তা জানতে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তথ্য অধিকার আইনে গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেন তিনি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ ৩২২ জনের নামের যে তালিকা প্রকাশ করেছে সেখানে বদিউল আলম মজুমদারের নাম ছিল।
নতুন নির্বাচন কমিশন গঠন সম্পর্কে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন কমিশনের যে আস্থার সংকট, নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা সেটা মাথায় নিয়েই নতুন কমিশনকে কাজ শুরু করতে হবে। আস্থাটা ফেরাতে হবে, সংকট কাটাতে হবে। মানুষ আস্থা হারালে কিন্তু অনেক সময় হাল ছেড়ে দেয়, বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে।
বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এসব দলকে ভোটে আনাও নতুন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সুজনের সম্পাদক। ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে সরকার। নবম সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নিলেও এরপর থেকে কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নেয়নি।
তালিকা চূড়ান্ত। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচজনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বলছেন, নতুন কমিশনে যাঁরাই আসুন না কেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা ফেরানোই প্রধান চ্যালেঞ্জ হবে নতুন কমিশনের জন্য। দায়িত্ব নেওয়ার প্রথম দুই বছরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ইভিএমে ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে নতুন কমিশনকে।
দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনের প্রথম কাজ হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা। আগামী দুই বছরের মধ্যে বেশ কয়েকটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে ওই কমিশনকে। এসব নির্বাচনসহ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা নতুন ইসির জন্য একটি চ্যালেঞ্জ। ফলে নতুন কমিশনের মেয়াদ পাঁচ বছর হলেও প্রথম দুই বছর হবে তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের। এই সময়ের কর্মকাণ্ডের আলোকেই কমিশনের মূল্যায়ন হবে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত বুধবার ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে নামগুলো প্রকাশ করা হয়নি। যে পাঁচজনকে নিয়ে ইসি গঠন করা হবে, তাদের বাইরে অন্য পাঁচজনের নাম এবার প্রকাশ করা হবে কিনা, তার নিশ্চয়তা নেই। কোন রাজনৈতিক দল বা কে কার নাম প্রস্তাব করেছিল, তা প্রকাশ করা হবে কিনা, এখনো সেই সিদ্ধান্ত হয়নি। তবে একটি সূত্র বলছে, আমলা, বিচারপতি, শিক্ষক, সেনা কর্মকর্তা ও একজন নারীকে নিয়ে এবার ইসি হতে পারে।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কে কার নাম প্রস্তাব করেছে তা জানতে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তথ্য অধিকার আইনে গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেন তিনি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ ৩২২ জনের নামের যে তালিকা প্রকাশ করেছে সেখানে বদিউল আলম মজুমদারের নাম ছিল।
নতুন নির্বাচন কমিশন গঠন সম্পর্কে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন কমিশনের যে আস্থার সংকট, নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা সেটা মাথায় নিয়েই নতুন কমিশনকে কাজ শুরু করতে হবে। আস্থাটা ফেরাতে হবে, সংকট কাটাতে হবে। মানুষ আস্থা হারালে কিন্তু অনেক সময় হাল ছেড়ে দেয়, বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে।
বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এসব দলকে ভোটে আনাও নতুন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সুজনের সম্পাদক। ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে সরকার। নবম সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নিলেও এরপর থেকে কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নেয়নি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪