Ajker Patrika

পরাজিত প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১০: ৪৬
পরাজিত প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরই পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ক্যাম্প কুপিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনায় পরাজিত ইউপি সদস্য আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইউপি নির্বাচন শেষে রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া ও তাঁর সমর্থকেরা উত্তর শিহিপাশা গ্রামের ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়ার নির্বাচনী ক্যাম্প কুপিয়ে ভাঙচুর করে।

ভ্যানগাড়ি মার্কার পরাজিত ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়া অভিযোগ করেন, টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া আমরা একই এলাকার বাসিন্দা। সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। সে নির্বাচিত হওয়ার পর রাতে তাঁর নেতৃত্বে তার সমর্থকেরা আমার ভোট কেন্দ্রের পশ্চিম পাশে নির্বাচনী ক্যাম্প কুপিয়ে ভাঙচুর করে।

অভিযুক্ত টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী শামীম হোসেন ফরিয়া বলেন, ‘আমি নির্বাচিত হওয়াতে প্রতিপক্ষের প্রার্থীরা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ঘটনায় আমার কোনো সমর্থক জড়িত না।’

এ ব্যাপারে আগৈলঝাড়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্য প্রার্থী শওকত হোসেন ফরিয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা সরেজমিন পরিদর্শন শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত