কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার মালেকা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় মামলার দুই আসামি উপস্থিত এবং বাকি দুই আসামি পলাতক ছিলেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের গোলাম রেজা রোকন, রোকনের পিতা মোহা. মোস্তান আলী মোস্তাক, সাতবাড়ীয়া গ্রামের আফিলউদ্দীনের পুত্র মিলন আলী এবং সাদু বিশ্বাসের পুত্র কালু ওরফে কাবুল। এর মধ্যে আসামি গোলাম রেজা রোকন এবং মোস্তান আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সলিমপুর গ্রামের মৃত ভক্ত বিশ্বাসের মেয়ে মালেকা বেগমের সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়। ৩ সন্তানের জননী মালেকা, বিয়ে বিচ্ছেদের পর তাঁর মা রাবেয়া বেগমের সঙ্গে দৌলতপুরের আল্লাহর দর্গা এলাকায় বসবাস করতেন। ভেড়ামারার একটি ডাল মিলে শ্রমিকের কাজ করতেন মালেকা। ২০০১ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো কাজে বের হওয়ার পর সকালে আর বাড়ি ফেরেননি তিনি। মা রাবেয়া মালেকাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দিন ভেড়ামারার জনৈক আকরাম হোসেনের বাড়ির পাশের বাঁশবাগান থেকে মালেকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর মালেকার মা রাবেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ওই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা ছিল। কাজে যাওয়ার সময় তাকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসত। এতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারার মালেকা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় মামলার দুই আসামি উপস্থিত এবং বাকি দুই আসামি পলাতক ছিলেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের গোলাম রেজা রোকন, রোকনের পিতা মোহা. মোস্তান আলী মোস্তাক, সাতবাড়ীয়া গ্রামের আফিলউদ্দীনের পুত্র মিলন আলী এবং সাদু বিশ্বাসের পুত্র কালু ওরফে কাবুল। এর মধ্যে আসামি গোলাম রেজা রোকন এবং মোস্তান আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সলিমপুর গ্রামের মৃত ভক্ত বিশ্বাসের মেয়ে মালেকা বেগমের সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়। ৩ সন্তানের জননী মালেকা, বিয়ে বিচ্ছেদের পর তাঁর মা রাবেয়া বেগমের সঙ্গে দৌলতপুরের আল্লাহর দর্গা এলাকায় বসবাস করতেন। ভেড়ামারার একটি ডাল মিলে শ্রমিকের কাজ করতেন মালেকা। ২০০১ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো কাজে বের হওয়ার পর সকালে আর বাড়ি ফেরেননি তিনি। মা রাবেয়া মালেকাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দিন ভেড়ামারার জনৈক আকরাম হোসেনের বাড়ির পাশের বাঁশবাগান থেকে মালেকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর মালেকার মা রাবেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ওই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা ছিল। কাজে যাওয়ার সময় তাকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসত। এতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে