Ajker Patrika

হাট ভরা গরু, ক্রেতাও অনেক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩: ৫৪
হাট ভরা গরু, ক্রেতাও অনেক

হাট ভরা গরু। লাঠি হাতে ঘোরাঘুরি করছেন ফড়িয়ারা। এসেছেন প্রচুর ক্রেতাও। চলছে দরদাম। দরদামে মিলে গেলেই গরু কিনে ট্রাকভর্তি করছেন ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে গতকাল রোববার থেকে এমনই সরগরম হয়ে উঠেছে রাজশাহীর সিটিহাট। রাজশাহীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসে এখানেই। দেশি গরুতে গতকাল রোববার ভরে উঠেছে হাটটি।

দুপুরে হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর গরু। ছোট, বড়, মাঝারি—সব আকারের গরু আছে। তবে সবচেয়ে বেশি আছে মাঝারি আকারের গরু। এসব গরুর দামই লাখ টাকার বেশি চাইছেন বিক্রেতারা। ছোট গরুগুলো ৭০ থেকে ৮০ হাজার এবং বড়গুলো দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা। হাটে মাঝারি গরুগুলোর চাহিদা বেশি।

হাট সংশ্লিষ্টরা জানান, বছরজুড়ে সপ্তাহের দুই দিন হাট বসে এখানে। শুধু কোরবানি ঈদের আগে সপ্তাহখানেক হাট বসে প্রতিদিন। এবার রোববার থেকেই হাট শুরু হলো। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন হাট বসবে। তাঁরা আরও জানান, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হাট বসবে মঙ্গলবার থেকে। তাই সেদিকের ব্যবসায়ীরা গতকাল রোববারই সিটিহাটে এসেছেন। এখান থেকে ট্রাকভর্তি করে গরু নিয়ে অন্যান্য হাটে তোলা হবে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা থেকে দুটি মাঝারি আকারের গরু এনেছিলেন শাহাদত আলী। তিনি বলেন, প্রতিটি গরুর দাম তিনি চেয়েছিলেন দেড় লাখ টাকা করে। এক লাখ ২০ হাজার টাকা করে বিক্রি করতে পেরেছেন। শাহাদত বলেন, এবার গরুর খাবারের দাম ছিল বেশি। অন্তত এক লাখ ৪০ হাজার টাকা করে প্রতিটি গরু বিক্রি করতে পারলে একটু লাভ হতো। এক লাখ ২০ হাজারে গরু বেচে লাভ খুব একটা হবে না।

নারায়ণগঞ্জ থেকে হাটে এসেছেন ব্যবসায়ী জব্বার মোল্লা। রাজশাহীর এক ফড়িয়াকে সঙ্গে নিয়ে হাটে ঘুরে ঘুরে গরু কিনছিলেন তিনি। জব্বার মোল্লা বলেন, এবার গরুর দাম বেশি। সব দিক বিবেচনা করে বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। তাই বেশি দামেই বেচতে হবে।

রাজশাহী সিটিহাটের ইজারাদারদের একজন ফারুক হোসেন ডাবলু বলেন, এখন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত প্রতিদিনই হাট বসবে। তিন-চার দিন প্রচুর গরু দেশের বিভিন্ন স্থানে যাবে। এরপর বাইরের ব্যবসায়ীরা কম আসবেন। তবে স্থানীয়রা ঈদের আগের দিন পর্যন্ত এই হাট থেকে গরু কিনবেন।

ইজারাদার ডাবলু আরও বলেন, ‘অন্যবার ঈদের ১০ দিন আগেই হাট বসে। এবার একটু দেরিই হলো। আজ (রোববার) প্রচুর ক্রেতা-বিক্রেতা এসেছেন। সীমান্ত বন্ধ থাকায় হাটে কোনো ভারতীয় গরু নেই। তবে রাজশাহীর বিভিন্ন চর থেকে প্রচুর গরু এসেছে। দাম যে খুব বেশি তা নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত