বিনোদন প্রতিবেদক, ঢাকা
হলে দর্শক ফিরবে কি না—এই আশঙ্কায় দীর্ঘদিন ফাঁকা পড়ে ছিল সিনেমা হল। নতুন সিনেমা মুক্তি দিতে আগ্রহ দেখাচ্ছিলেন না প্রযোজকেরা। ফলে পুরোনো সিনেমা চালানো ছাড়া হলমালিকদের করার কিছু ছিল না। করোনা-পরবর্তী সময়ে হলে দর্শকের সংকট আরও তীব্র হয়ে ধরা দিয়েছিল। ওই পরিস্থিতির মধ্যেই ‘মুখোশ’সহ যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল, আশানুরূপ ব্যবসা করতে পারেনি কোনোটিই। তবে দৃশ্যপটে খানিকটা বদল আসে রোজার ঈদে।
‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’—চারটি সিনেমা মুক্তি পায় রোজার ঈদে। এর মধ্যে প্রথম তিনটি সিনেমা দর্শকদের হলমুখী করেছে। ঈদের সিনেমা দেখতে অনেক দিন পর হলে দর্শকের ভিড় প্রযোজকদের আস্থা ফিরিয়েছে। তাঁরা এখন সিনেমা মুক্তি দিতে আগ্রহী হচ্ছেন। ফলে মুক্তির মিছিলে থাকা সিনেমার তালিকা বড় হচ্ছে ক্রমেই। এরই মধ্যে কোরবানির ঈদের সিনেমা নিয়েও একধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’সহ বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পাবে আগামী ঈদে।
তবে ঈদের আগেও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা কম নয়। এরই মধ্যে আগামী জুন মাসে মুক্তির জন্য ছয়টি সিনেমার নাম জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সংখ্যাটি আরও বাড়তে পারে। জানা গেছে, ৩ জুন মুক্তি পাবে দুটি সিনেমা—‘আগামীকাল’ ও ‘ভাইয়ারে’। নির্মাতা অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’-এ অভিনয় করেছেন মামনুন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাইরেও ‘আগামীকাল’ মুক্তি দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। অন্যদিকে ‘ভাইয়ারে’ বানিয়েছেন রকিবুল আলম রকিব। অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মী, শবনম পারভীন প্রমুখ।
জুনের দ্বিতীয় সপ্তাহেও (১০ জুন) মুক্তি পাবে দুটি সিনেমা—‘বিক্ষোভ’ ও ‘হৃদ মাঝারে তুমি’। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ তৈরি হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটে। এতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে আছেন শান্ত খান। বানিয়েছেন শামীম আহমেদ রনী। অন্যদিকে ‘হৃদ মাঝারে তুমি’ বানিয়েছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয় করেছেন সাঞ্জু জন ও আইরিন সুলতানা।
জুনের তৃতীয় সপ্তাহেও (১৭ জুন) দুটি সিনেমা মুক্তির জন্য আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। এর মধ্যে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ এখন থেকেই প্রচার-প্রচারণা শুরু করেছে। এ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। একই দিন ‘অমানুষ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হবে রাফিয়াথ রশিদ মিথিলার। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিথিলার নায়ক নিরব হোসেন। আরও আছেন কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, মিশা সওদাগর প্রমুখ। তবে জুন মাসের শেষ সপ্তাহে (২৪ জুন) মুক্তির জন্য এখনো কোনো আবেদন জমা পড়েনি বলে প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
হলে দর্শক ফিরবে কি না—এই আশঙ্কায় দীর্ঘদিন ফাঁকা পড়ে ছিল সিনেমা হল। নতুন সিনেমা মুক্তি দিতে আগ্রহ দেখাচ্ছিলেন না প্রযোজকেরা। ফলে পুরোনো সিনেমা চালানো ছাড়া হলমালিকদের করার কিছু ছিল না। করোনা-পরবর্তী সময়ে হলে দর্শকের সংকট আরও তীব্র হয়ে ধরা দিয়েছিল। ওই পরিস্থিতির মধ্যেই ‘মুখোশ’সহ যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল, আশানুরূপ ব্যবসা করতে পারেনি কোনোটিই। তবে দৃশ্যপটে খানিকটা বদল আসে রোজার ঈদে।
‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’—চারটি সিনেমা মুক্তি পায় রোজার ঈদে। এর মধ্যে প্রথম তিনটি সিনেমা দর্শকদের হলমুখী করেছে। ঈদের সিনেমা দেখতে অনেক দিন পর হলে দর্শকের ভিড় প্রযোজকদের আস্থা ফিরিয়েছে। তাঁরা এখন সিনেমা মুক্তি দিতে আগ্রহী হচ্ছেন। ফলে মুক্তির মিছিলে থাকা সিনেমার তালিকা বড় হচ্ছে ক্রমেই। এরই মধ্যে কোরবানির ঈদের সিনেমা নিয়েও একধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’সহ বেশ কিছু বড় বাজেটের সিনেমা মুক্তি পাবে আগামী ঈদে।
তবে ঈদের আগেও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা কম নয়। এরই মধ্যে আগামী জুন মাসে মুক্তির জন্য ছয়টি সিনেমার নাম জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সংখ্যাটি আরও বাড়তে পারে। জানা গেছে, ৩ জুন মুক্তি পাবে দুটি সিনেমা—‘আগামীকাল’ ও ‘ভাইয়ারে’। নির্মাতা অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’-এ অভিনয় করেছেন মামনুন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, টুটুল চৌধুরী প্রমুখ। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বাইরেও ‘আগামীকাল’ মুক্তি দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। অন্যদিকে ‘ভাইয়ারে’ বানিয়েছেন রকিবুল আলম রকিব। অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মী, শবনম পারভীন প্রমুখ।
জুনের দ্বিতীয় সপ্তাহেও (১০ জুন) মুক্তি পাবে দুটি সিনেমা—‘বিক্ষোভ’ ও ‘হৃদ মাঝারে তুমি’। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ তৈরি হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটে। এতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে আছেন শান্ত খান। বানিয়েছেন শামীম আহমেদ রনী। অন্যদিকে ‘হৃদ মাঝারে তুমি’ বানিয়েছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয় করেছেন সাঞ্জু জন ও আইরিন সুলতানা।
জুনের তৃতীয় সপ্তাহেও (১৭ জুন) দুটি সিনেমা মুক্তির জন্য আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। এর মধ্যে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ এখন থেকেই প্রচার-প্রচারণা শুরু করেছে। এ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। একই দিন ‘অমানুষ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হবে রাফিয়াথ রশিদ মিথিলার। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিথিলার নায়ক নিরব হোসেন। আরও আছেন কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, মিশা সওদাগর প্রমুখ। তবে জুন মাসের শেষ সপ্তাহে (২৪ জুন) মুক্তির জন্য এখনো কোনো আবেদন জমা পড়েনি বলে প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে