শহিদুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)
নিরাপদ প্রজননের স্বার্থে ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে থেমে নেই ইলিশ শিকার। মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনা অংশে এই মাছ শিকার এবং বিক্রির যেন ধুম পড়েছে। প্রশাসনের অভিযান সত্ত্বেও তা রোধ করা যাচ্ছে না।
স্থানীয় লোকজন জানায়, শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার প্রায় ৬০ কিলোমিটার বিস্তৃত পদ্মা-যমুনা বক্ষে প্রতিদিন বিপুলসংখ্যক ইঞ্জিনচালিত নৌকায় অবৈধ কারেন্ট জালের মাধ্যমে নির্বিঘ্নে ইলিশ শিকার চলছে। এ কাজে প্রকৃত জেলেরা নীরব থাকলেও মৌসুমি জেলেরা তৎপর রয়েছেন। ইলিশ কিনতে আগ্রহী একশ্রেণির লোক নদীপাড়ে নিয়মিত ভিড় জমাচ্ছেন। শিবালয়ের আলোকদিয়া চরে প্রতি কেজি ইলিশ ৩০০ থেকে ৪০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
শিবালয় উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে অভিযান শুরুর পর এক সপ্তাহে শিবালয়ে ২২টি পৃথক অভিযান চালানো হয়েছে। এতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, প্রায় তিন মণ ইলিশ, কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত কোনো জেলে আটক হয়নি।
স্থানীয়দের অনেকেই এবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকের ধারণা, জেলেদের সঙ্গে প্রশাসনের গোপন আঁতাত থাকায় লোক দেখানো অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার প্রায় তিন হাজার প্রকৃত জেলের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শিকার রোধে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক লোকবলের অভাবে অভিযান ব্যাহত হচ্ছে। অল্পসংখ্যক আনসার ও পুলিশ নিয়ে দুদিন আগে নদীতে অভিযান পরিচালনাকালে আলোকদিয়া চরাঞ্চলের শিকারিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে সহকারী কমিশনারের (ভূমি) ওপর চড়াও হন। তাঁদের রুখতে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশ নিয়ে অচিরেই অভিযান পরিচালনা করতে আজ (রোববার) বিশেষ বৈঠকে জরুরি সিদ্ধান্ত হয়েছে।’ তবে নদীতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নিরাপদ প্রজননের স্বার্থে ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে থেমে নেই ইলিশ শিকার। মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনা অংশে এই মাছ শিকার এবং বিক্রির যেন ধুম পড়েছে। প্রশাসনের অভিযান সত্ত্বেও তা রোধ করা যাচ্ছে না।
স্থানীয় লোকজন জানায়, শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার প্রায় ৬০ কিলোমিটার বিস্তৃত পদ্মা-যমুনা বক্ষে প্রতিদিন বিপুলসংখ্যক ইঞ্জিনচালিত নৌকায় অবৈধ কারেন্ট জালের মাধ্যমে নির্বিঘ্নে ইলিশ শিকার চলছে। এ কাজে প্রকৃত জেলেরা নীরব থাকলেও মৌসুমি জেলেরা তৎপর রয়েছেন। ইলিশ কিনতে আগ্রহী একশ্রেণির লোক নদীপাড়ে নিয়মিত ভিড় জমাচ্ছেন। শিবালয়ের আলোকদিয়া চরে প্রতি কেজি ইলিশ ৩০০ থেকে ৪০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
শিবালয় উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে অভিযান শুরুর পর এক সপ্তাহে শিবালয়ে ২২টি পৃথক অভিযান চালানো হয়েছে। এতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, প্রায় তিন মণ ইলিশ, কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত কোনো জেলে আটক হয়নি।
স্থানীয়দের অনেকেই এবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকের ধারণা, জেলেদের সঙ্গে প্রশাসনের গোপন আঁতাত থাকায় লোক দেখানো অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার প্রায় তিন হাজার প্রকৃত জেলের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শিকার রোধে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক লোকবলের অভাবে অভিযান ব্যাহত হচ্ছে। অল্পসংখ্যক আনসার ও পুলিশ নিয়ে দুদিন আগে নদীতে অভিযান পরিচালনাকালে আলোকদিয়া চরাঞ্চলের শিকারিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে সহকারী কমিশনারের (ভূমি) ওপর চড়াও হন। তাঁদের রুখতে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশ নিয়ে অচিরেই অভিযান পরিচালনা করতে আজ (রোববার) বিশেষ বৈঠকে জরুরি সিদ্ধান্ত হয়েছে।’ তবে নদীতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে