দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬

নান্দাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুমন আহম্মেদ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রাকিব, মুসা ও বাব্বি নামে আরও তিনজন। গতকাল শনিবার সকালে সাড়ে ৯টার কানুরামপুর-ত্রিশাল সড়কের রফিক উদ্দিন ভূঁইয়া সেতুর নান্দাইল প্রান্তে এই ঘটনা ঘটে।

নিহত সুমন আহম্মেদ গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নের বাঘরা গ্রামের সাইদুর রহমানে ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের সুমন আহম্মেদ সকালে মোটরসাইকেল যোগে নান্দাইল যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু পার হওয়ার সময় নান্দাইল সীমানায় বিপরীত মুখী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরবেলামারী এলাকার রাকিব, মুসা, রাব্বি নামের তিনজন গুরুতর আহত হন। তাঁরা গফরগাঁও সরকারি কলেজের ছাত্র। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনা দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের ভাতিজা সোহান মিয়া বলেন, আমার চাচা সুমন আহম্মেদ তিন বছর ধরে বেঙ্গল কোম্পানিতে চাকরি করছেন। এটি দিয়ে তার সংসার চলতো। তুষা ও শিশির নামের তাঁর দুটি সন্তান রয়েছে।

চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, সকালের দিকে সেতুর ওপড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত