নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট জুয়ায় নাম এসেছে নাসির হোসেনের। আরব আমিরাতে ২০২১ টি-টেন লিগের সময় দুর্নীতিতে জড়িয়ে পড়ার তথ্য আইসিসি প্রকাশ করার পর ঘরোয়া ক্রিকেটে নাসিরের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও আগামী দুই সপ্তাহের মধ্য আইসিসির অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাবেন জাতীয় দলে অনেক আগেই ব্রাত্য হয়ে পড়া এই অলরাউন্ডার।
২৪ সেপ্টেম্বর ২০২৪ বিপিএলের খেলোয়াড় ড্রাফট। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, এই ড্রাফটে নাসিরকে রাখতে চায় না তারা। শুধু তাই নয়, আসন্ন ঘরোয়া মৌসুমে জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর ব্যাপারে ‘লাল পতাকা’ ওড়ানোয় বিসিবি মনে করে, রায় যা-ই আসুক, অভিযোগ যেহেতু এসেছে, নিশ্চয়ই নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই। না হলে আইসিসি এভাবে জুয়ায় জড়িয়ে পড়া ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনে না। অভিযোগ প্রমাণিত না হলে আইসিসির বিরুদ্ধে অবশ্য বড় অঙ্কের ক্ষতিপূরণ মামলা করার সুযোগ আছে ভাবমূর্তির সংকটে পড়া ক্রিকেটারদের। এখন নাসিরের বিরুদ্ধে যে অভিযোগ, যদি সে দুর্নীতি করে, তাহলে এটা তাঁকে স্বীকার করতে হবে। না করে থাকলে, সেটাও প্রমাণ করতে হবে। দুটোর বিচারিক প্রক্রিয়াই বেশ সময়সাপেক্ষ। পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত দুর্নীতিতে নাম আসা খেলোয়াড়কে খেলার মধ্যে কোনো ক্রিকেট বোর্ড সাধারণত রাখতে চায় না। সে হিসেবে নাসিরের এ বছর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলা কঠিনই হয়ে গেছে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যেহেতু আইসিসি অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে, আমাদের সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। ব্যাপারটি আমরা সূক্ষ্মভাবে তদারকি করব। আর এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত।’
ক্রিকেট জুয়ায় নাম এসেছে নাসির হোসেনের। আরব আমিরাতে ২০২১ টি-টেন লিগের সময় দুর্নীতিতে জড়িয়ে পড়ার তথ্য আইসিসি প্রকাশ করার পর ঘরোয়া ক্রিকেটে নাসিরের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও আগামী দুই সপ্তাহের মধ্য আইসিসির অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাবেন জাতীয় দলে অনেক আগেই ব্রাত্য হয়ে পড়া এই অলরাউন্ডার।
২৪ সেপ্টেম্বর ২০২৪ বিপিএলের খেলোয়াড় ড্রাফট। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, এই ড্রাফটে নাসিরকে রাখতে চায় না তারা। শুধু তাই নয়, আসন্ন ঘরোয়া মৌসুমে জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর ব্যাপারে ‘লাল পতাকা’ ওড়ানোয় বিসিবি মনে করে, রায় যা-ই আসুক, অভিযোগ যেহেতু এসেছে, নিশ্চয়ই নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই। না হলে আইসিসি এভাবে জুয়ায় জড়িয়ে পড়া ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনে না। অভিযোগ প্রমাণিত না হলে আইসিসির বিরুদ্ধে অবশ্য বড় অঙ্কের ক্ষতিপূরণ মামলা করার সুযোগ আছে ভাবমূর্তির সংকটে পড়া ক্রিকেটারদের। এখন নাসিরের বিরুদ্ধে যে অভিযোগ, যদি সে দুর্নীতি করে, তাহলে এটা তাঁকে স্বীকার করতে হবে। না করে থাকলে, সেটাও প্রমাণ করতে হবে। দুটোর বিচারিক প্রক্রিয়াই বেশ সময়সাপেক্ষ। পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত দুর্নীতিতে নাম আসা খেলোয়াড়কে খেলার মধ্যে কোনো ক্রিকেট বোর্ড সাধারণত রাখতে চায় না। সে হিসেবে নাসিরের এ বছর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলা কঠিনই হয়ে গেছে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যেহেতু আইসিসি অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে, আমাদের সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। ব্যাপারটি আমরা সূক্ষ্মভাবে তদারকি করব। আর এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪