গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়া উপজেলায় নির্মাণসামগ্রী ফুটপাত ও প্রধান সড়কে রেখে প্রায় ১০ মাস ধরে চলছে বহুতল ভবন নির্মাণ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাশের ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে তাঁদের দোকানের পণ্য সাজিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমনই অবস্থা হয়েছে গঙ্গাচড়া বাজারের গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে। ভোগান্তি লাঘবে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গঙ্গাচড়া-বড়াইবাড়ী এই উপজেলার ব্যস্ততম সড়ক। প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলে সড়কটি এমনিতেই যানজটপূর্ণ থাকে। এখন বাজার এলাকায় পথচারীদেরও সড়কে নেমে আসতে হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উপজেলা ভূমি কার্যালয়ের অদূরেই সম্পূর্ণ ফুটপাতসহ সড়কের কিছু অংশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। যা রয়েছে প্রায় ১০ মাস ধরে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক বেলায়েত হোসেন এসব সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ভবনের সঙ্গেই রয়েছে ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান মেসার্স আহসান ট্রেডার্স। এ দোকানের মালামালও অনেক সময় ফুটপাত দখল করে রাখা হয়।
কথা হয় পথচারী আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। এ সড়কের পশ্চিম পাশের ফুটপাতে ব্যবসায়ীদের সর্বদাই মালামাল রেখে দখলে নিয়ে ব্যবসা করতে দেখা যায়।’
আবদুল লতিফ জানান, ফুটপাত দখলের কারণে কেবল পথচারীদেরই নয়, যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটে ছোটবড় দুর্ঘটনা। ফুটপাত দখলমুক্ত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের মালিক বেলায়েত হোসেন বলেন, অল্প দিনের মধ্যেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। তখন ফুটপাত ও রাস্তায় কোনো সামগ্রী থাকবে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি নতুন এসেছি। তবুও অতি দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।’
গঙ্গাচড়া উপজেলায় নির্মাণসামগ্রী ফুটপাত ও প্রধান সড়কে রেখে প্রায় ১০ মাস ধরে চলছে বহুতল ভবন নির্মাণ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাশের ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে তাঁদের দোকানের পণ্য সাজিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমনই অবস্থা হয়েছে গঙ্গাচড়া বাজারের গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে। ভোগান্তি লাঘবে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গঙ্গাচড়া-বড়াইবাড়ী এই উপজেলার ব্যস্ততম সড়ক। প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলে সড়কটি এমনিতেই যানজটপূর্ণ থাকে। এখন বাজার এলাকায় পথচারীদেরও সড়কে নেমে আসতে হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উপজেলা ভূমি কার্যালয়ের অদূরেই সম্পূর্ণ ফুটপাতসহ সড়কের কিছু অংশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। যা রয়েছে প্রায় ১০ মাস ধরে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক বেলায়েত হোসেন এসব সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ভবনের সঙ্গেই রয়েছে ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান মেসার্স আহসান ট্রেডার্স। এ দোকানের মালামালও অনেক সময় ফুটপাত দখল করে রাখা হয়।
কথা হয় পথচারী আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। এ সড়কের পশ্চিম পাশের ফুটপাতে ব্যবসায়ীদের সর্বদাই মালামাল রেখে দখলে নিয়ে ব্যবসা করতে দেখা যায়।’
আবদুল লতিফ জানান, ফুটপাত দখলের কারণে কেবল পথচারীদেরই নয়, যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটে ছোটবড় দুর্ঘটনা। ফুটপাত দখলমুক্ত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের মালিক বেলায়েত হোসেন বলেন, অল্প দিনের মধ্যেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। তখন ফুটপাত ও রাস্তায় কোনো সামগ্রী থাকবে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি নতুন এসেছি। তবুও অতি দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে