নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গতকাল আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। ঢাকার বাইরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পুরো বাফুফে ভবন কেমন এক নীরবতার চাদরে ঢাকা।
অথচ গতকাল দিনটি স্মরণীয় করে রাখা যেত অনেক ভাবেই। বাফুফে ভবনে বসতে পারত সাবেক ফুটবলারদের মিলনমেলা। ১৯৭৩ সালের ২৬ জুলাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৫০ বছর পূর্তি ছিল গতকাল। মালয়েশিয়ার মারদেকা কাপে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ২-২ গোলে থামিয়ে দিয়েছিল জাকারিয়া পিন্টুর দল।
অভিষেকেই বড় কিছুর স্বপ্ন দেখানো বাংলাদেশের ফুটবল গত ৫০ বছরে গেছে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে। একসময় ১১০ র্যাঙ্কিংয়ে যাওয়া বাংলাদেশের বর্তমানে অবস্থান ১৮৯। নানা বিতর্কে বিপর্যস্ত বাফুফে। বাফুফে কি পারত না প্রথম আন্তর্জাতিক ম্যাচের ৫০ বছর পূর্তির দিনটিকে রঙিন করে রাখতে? অভিষেক দলের জীবিত ফুটবলারদের নিয়ে কি হতে পারত না কোনো অনুষ্ঠান?
যাঁদের কাছে এই প্রশ্ন, সেই বাফুফের কর্মকর্তাদেরই মনে নেই ২৬ জুলাইয়ের কথা। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান বললেন, ‘সত্যি বলতে দিনটির কথা মনে ছিল না। মনে থাকলে তো অবশ্যই আমরা কোনো না কোনো উদ্যোগ নিতাম।’
থাইল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম গোলটি ছিল এনায়েতুর রহমানের, দ্বিতীয় গোলটি সালাউদ্দিনের। স্মরণীয় এ দিনে বাফুফেতে নিজেই আসেননি সালাউদ্দিন। নেননি কোনো উদ্যোগও। সাবেকদের নিয়ে অন্তত একটি উদ্যোগ নেওয়া যেত কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘গত ছয় মাসে আমি যে উদ্যোগই নিচ্ছি, সেটা ভালো কিংবা খারাপ সবাই অন্যভাবে নিচ্ছে। এবার এসবের মধ্যে যাইনি। দিনটা আমার অবশ্যই মনে আছে, ভাবলাম নিজের মতো করেই উদ্যাপন করি।’
সাবেক সতীর্থদের সঙ্গে যোগাযোগ নিয়ে সালাউদ্দিন বললেন, ‘(যোগাযোগ) থাকবে না কেন, অবশ্যই আছে। দু-একজন ছাড়া। দরকার পড়লে তো তারা আমাকেই ফোন দেয়, তান্নাকে (তানভীর মাজহার তান্না) ফোন দেয়। নানা সমস্যায় ফোন দেয়।’
প্রথম আন্তর্জাতিক ফুটবলের স্মৃতি সংরক্ষণে বাফুফে উদ্যোগী হতে পারত কি না, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না সেই দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। শুধু আক্ষেপ নিয়ে বললেন, ‘আমরা এখন বৃদ্ধ, অসুস্থ। যারা এখনো সুস্থ, তারা একটা উদ্যোগ নিয়ে আমাদের ডাকতে পারত।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গতকাল আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। ঢাকার বাইরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পুরো বাফুফে ভবন কেমন এক নীরবতার চাদরে ঢাকা।
অথচ গতকাল দিনটি স্মরণীয় করে রাখা যেত অনেক ভাবেই। বাফুফে ভবনে বসতে পারত সাবেক ফুটবলারদের মিলনমেলা। ১৯৭৩ সালের ২৬ জুলাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৫০ বছর পূর্তি ছিল গতকাল। মালয়েশিয়ার মারদেকা কাপে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ২-২ গোলে থামিয়ে দিয়েছিল জাকারিয়া পিন্টুর দল।
অভিষেকেই বড় কিছুর স্বপ্ন দেখানো বাংলাদেশের ফুটবল গত ৫০ বছরে গেছে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে। একসময় ১১০ র্যাঙ্কিংয়ে যাওয়া বাংলাদেশের বর্তমানে অবস্থান ১৮৯। নানা বিতর্কে বিপর্যস্ত বাফুফে। বাফুফে কি পারত না প্রথম আন্তর্জাতিক ম্যাচের ৫০ বছর পূর্তির দিনটিকে রঙিন করে রাখতে? অভিষেক দলের জীবিত ফুটবলারদের নিয়ে কি হতে পারত না কোনো অনুষ্ঠান?
যাঁদের কাছে এই প্রশ্ন, সেই বাফুফের কর্মকর্তাদেরই মনে নেই ২৬ জুলাইয়ের কথা। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান বললেন, ‘সত্যি বলতে দিনটির কথা মনে ছিল না। মনে থাকলে তো অবশ্যই আমরা কোনো না কোনো উদ্যোগ নিতাম।’
থাইল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম গোলটি ছিল এনায়েতুর রহমানের, দ্বিতীয় গোলটি সালাউদ্দিনের। স্মরণীয় এ দিনে বাফুফেতে নিজেই আসেননি সালাউদ্দিন। নেননি কোনো উদ্যোগও। সাবেকদের নিয়ে অন্তত একটি উদ্যোগ নেওয়া যেত কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘গত ছয় মাসে আমি যে উদ্যোগই নিচ্ছি, সেটা ভালো কিংবা খারাপ সবাই অন্যভাবে নিচ্ছে। এবার এসবের মধ্যে যাইনি। দিনটা আমার অবশ্যই মনে আছে, ভাবলাম নিজের মতো করেই উদ্যাপন করি।’
সাবেক সতীর্থদের সঙ্গে যোগাযোগ নিয়ে সালাউদ্দিন বললেন, ‘(যোগাযোগ) থাকবে না কেন, অবশ্যই আছে। দু-একজন ছাড়া। দরকার পড়লে তো তারা আমাকেই ফোন দেয়, তান্নাকে (তানভীর মাজহার তান্না) ফোন দেয়। নানা সমস্যায় ফোন দেয়।’
প্রথম আন্তর্জাতিক ফুটবলের স্মৃতি সংরক্ষণে বাফুফে উদ্যোগী হতে পারত কি না, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না সেই দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। শুধু আক্ষেপ নিয়ে বললেন, ‘আমরা এখন বৃদ্ধ, অসুস্থ। যারা এখনো সুস্থ, তারা একটা উদ্যোগ নিয়ে আমাদের ডাকতে পারত।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪