হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে নিহত নোয়াখালীর হাতিয়ার তরুণ মো. নীরবের (২৪) লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাঁর পরিবার। একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। তিন দিন ধরে ইরাকের একটি হাসপাতালের মর্গে তাঁর লাশ পড়ে আছে।
নিহত মো. নীরব (২৪) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। এদিকে নীরব নিহত হওয়ার সংবাদ পেয়ে মা সকিনা খাতুন ছেলের মৃত্যুর খবরে প্রায় বাকরুদ্ধ। মাঝে মধ্যে তিনি ছেলের দেখার দেখার আকুতি জানাচ্ছেন।
নীরবের বড় ভাই ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, নীরব নিহত হওয়ার পর তাঁর সঙ্গে থাকা লোকজন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইরাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। কিন্তু দূতাবাসের লোকজন আন্তরিকভাবে বিষয়টি দেখছেন না। অন্যদিকে নীরব যে প্রতিষ্ঠানের হয়ে ইরাকে কাজ করতেন, এর লোকজনও সহযোগিতা করছেন না। এখন নীরবের পরিবার বাংলাদেশে ইরাকের দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করছেন।
নীরবের স্বজন মো. ইলিয়াছ বলেন, জীবিকার সন্ধানে গত চার বছর আগে ইরাকে যান নীরব। পরে বাগদাদ শহরে একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকের কাজ নেন। গত মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ বাগদাদের আবদুল কাদের জিলানীর কবর জিয়ারত করতে যান নীরব। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নীরব। পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তাঁর। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নীরবের লাশ দেশের আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে নীরবের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে নিহতের স্বজনদের একটি লিখিত আবেদন দিতে বলেছি। আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে সহযোগিতা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।’
ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে নিহত নোয়াখালীর হাতিয়ার তরুণ মো. নীরবের (২৪) লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাঁর পরিবার। একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। তিন দিন ধরে ইরাকের একটি হাসপাতালের মর্গে তাঁর লাশ পড়ে আছে।
নিহত মো. নীরব (২৪) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। এদিকে নীরব নিহত হওয়ার সংবাদ পেয়ে মা সকিনা খাতুন ছেলের মৃত্যুর খবরে প্রায় বাকরুদ্ধ। মাঝে মধ্যে তিনি ছেলের দেখার দেখার আকুতি জানাচ্ছেন।
নীরবের বড় ভাই ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, নীরব নিহত হওয়ার পর তাঁর সঙ্গে থাকা লোকজন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইরাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। কিন্তু দূতাবাসের লোকজন আন্তরিকভাবে বিষয়টি দেখছেন না। অন্যদিকে নীরব যে প্রতিষ্ঠানের হয়ে ইরাকে কাজ করতেন, এর লোকজনও সহযোগিতা করছেন না। এখন নীরবের পরিবার বাংলাদেশে ইরাকের দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করছেন।
নীরবের স্বজন মো. ইলিয়াছ বলেন, জীবিকার সন্ধানে গত চার বছর আগে ইরাকে যান নীরব। পরে বাগদাদ শহরে একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকের কাজ নেন। গত মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ বাগদাদের আবদুল কাদের জিলানীর কবর জিয়ারত করতে যান নীরব। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নীরব। পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তাঁর। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নীরবের লাশ দেশের আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে নীরবের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে নিহতের স্বজনদের একটি লিখিত আবেদন দিতে বলেছি। আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে সহযোগিতা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে