জেব্রা ক্রসিং আছে, চলার পথ নেই

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৭
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭

রাজশাহীর একটি সড়কে জেব্রা ক্রসিং থাকলেও চলাচলের কোনো পথ নেই। চার লেনের সড়কটির মধ্যে সড়ক বিভাজকে বেড়া থাকায় জেব্রা ক্রসিং দিয়ে চলাচল সম্ভব নয়। দুই দিন ধরে এই জেব্রা ক্রসিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গত শুক্রবার সকাল ১০টায় মাহফুজ আরেফিন নামের এক ব্যক্তি ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে দেন। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ৩ হাজার ৭০০ মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জনই দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।

ভিডিওটি রাজশাহী শহরের শিরোইল থেকে ভদ্রা সড়কের একটি স্থানের। রোববার শিরোইল এলাকায় গিয়ে এই জেব্রা ক্রসিং দেখা গেছে। জেব্রা ক্রসিংয়ের এক পাশে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের শাখা। এর সামনে সড়ক বিভাজকের দুই পাশেই জেব্রা ক্রসিং আছে। কিন্তু সড়ক বিভাজক বন্ধ রয়েছে লোহার পাতের বেড়া দিয়ে। এর ভেতরে ছোট ছোট গাছও লাগানো আছে। ফলে চলাচল সম্ভব নয়।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়নি কবে এই জেব্রা ক্রসিং করা হয়েছে। কারা এটি করেছে সেটিও কেউ বলতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও দেখার পর আমিও জেব্রা ক্রসিংটি দেখে এসেছি। এটা আমরা করিনি। দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এঁকে দিয়েছেন। পাশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটির ব্যাপারে কিছু জানাতে পারছে না। তাদের জেব্রা ক্রসিং দরকার হলে তো আমরাই করে দিতাম।’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান বলেন, ‘এ ধরনের জেব্রা ক্রসিং আমাদের করার তো প্রশ্নই ওঠে না। কারা করেছে আমরাও বলতে পারব না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত