আজকের পত্রিকা ডেস্ক
বিক্ষিপ্ত সংঘর্ষ আর বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ৪৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পৃথক সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন। পৃথক কেন্দ্রে গুলি, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন ৫৭ জন। এর মধ্যে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত এবং অপর কেন্দ্রে বোমা উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: ফেনীতে এক পক্ষের ছোড়া গুলিতে ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই এবং প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে অন্তত ৫৪ জন বহিরাগতকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সকালে সোনাগাজীর ২ নম্বর ওয়ার্ড চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহিরাগতরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। পরে ছিনিয়ে নেওয়া ব্যালট পেপারের একটি মলাট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এটিএম শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়। এর আগে বহিরাগত অন্তত ৫৪ জনকে আটক করা হয়। এ ছাড়া সোনাগাজীর মতিগঞ্জ ইউপি স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুজন ও রবিউল নামের দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওমর ফারুক সজীবের পক্ষের লোকজন কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় ওমর ফারুক সজীবের পক্ষের লোকজন গুলি ছুড়লে মা-শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হচ্ছে শিশু আসমা আক্তার, তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। গুলিবিদ্ধ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উপজেলার দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটলেও কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ১৫ ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়। দুপুরে সদরের পশ্চিম মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে দেখা যায়। পরে এই কেন্দ্রের ২৫টি ব্যালট বাতিল করেন প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় কেন্দ্রে ভোটগ্রহণ ঘণ্টাখানেক বন্ধ রাখা হয়।
চন্দ্রগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার অভিযোগ রয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে নৌকার প্রার্থী আইনুল আহমেদ তানভীর কফিল উদ্দিন ডিগ্রি কলেজে গিয়ে প্রভাব বিস্তার করতে চাইলে সংঘর্ষ হয়। এ সময় তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।
ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল প্রভাব বিস্তার করে নৌকায় সিল মারার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পার্বতীনগর বিষ্ণু ও মকরধজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সফিক উল্যাহকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া চররমণী মোহন, বশিকপুর, কুশাখালী, দত্তপাড়া, উত্তর হামছাদী, উত্তর জয়পুর, চরশাহী, টুমচর ও শাকচর ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রের চিত্র ছিল প্রায় একই।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি।
নোয়াখালী: নোয়াখালীর দুই উপজেলার দেশীয় অস্ত্র, হাত বোমা ও জাল ভোট দেওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কয়েকটি কেন্দ্রের বাইরে পৃথক সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।
গতকাল দুপুরে সদর উপজেলার কাদির হানিফ ইউপির রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে হাত বোমা নিয়ে ঘোরাঘুরির সময় এক যুবককে আটক করা হয়। সকালে সদরের মধ্য চর শুল্লকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে জাল ভোট দিতে এসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার হাতে আটক হন সেলিনা আক্তার নামের মধ্য বয়সী এক নারী।
দুপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লোকজন কেন্দ্রে হামলার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিক্ষিপ্ত সংঘর্ষ আর বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ৪৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পৃথক সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধসহ ২৩ জন আহত হয়েছেন। পৃথক কেন্দ্রে গুলি, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন ৫৭ জন। এর মধ্যে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত এবং অপর কেন্দ্রে বোমা উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: ফেনীতে এক পক্ষের ছোড়া গুলিতে ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই এবং প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে অন্তত ৫৪ জন বহিরাগতকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সকালে সোনাগাজীর ২ নম্বর ওয়ার্ড চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহিরাগতরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। পরে ছিনিয়ে নেওয়া ব্যালট পেপারের একটি মলাট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এটিএম শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়। এর আগে বহিরাগত অন্তত ৫৪ জনকে আটক করা হয়। এ ছাড়া সোনাগাজীর মতিগঞ্জ ইউপি স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুজন ও রবিউল নামের দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ওমর ফারুক সজীবের পক্ষের লোকজন কেন্দ্র দখল করতে চাইলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় ওমর ফারুক সজীবের পক্ষের লোকজন গুলি ছুড়লে মা-শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হচ্ছে শিশু আসমা আক্তার, তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। গুলিবিদ্ধ ছয়জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উপজেলার দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটলেও কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ১৫ ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়। দুপুরে সদরের পশ্চিম মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে দেখা যায়। পরে এই কেন্দ্রের ২৫টি ব্যালট বাতিল করেন প্রিসাইডিং কর্মকর্তা। এ সময় কেন্দ্রে ভোটগ্রহণ ঘণ্টাখানেক বন্ধ রাখা হয়।
চন্দ্রগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার অভিযোগ রয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে নৌকার প্রার্থী আইনুল আহমেদ তানভীর কফিল উদ্দিন ডিগ্রি কলেজে গিয়ে প্রভাব বিস্তার করতে চাইলে সংঘর্ষ হয়। এ সময় তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।
ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদল প্রভাব বিস্তার করে নৌকায় সিল মারার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পার্বতীনগর বিষ্ণু ও মকরধজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সফিক উল্যাহকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া চররমণী মোহন, বশিকপুর, কুশাখালী, দত্তপাড়া, উত্তর হামছাদী, উত্তর জয়পুর, চরশাহী, টুমচর ও শাকচর ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রের চিত্র ছিল প্রায় একই।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি।
নোয়াখালী: নোয়াখালীর দুই উপজেলার দেশীয় অস্ত্র, হাত বোমা ও জাল ভোট দেওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কয়েকটি কেন্দ্রের বাইরে পৃথক সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।
গতকাল দুপুরে সদর উপজেলার কাদির হানিফ ইউপির রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে হাত বোমা নিয়ে ঘোরাঘুরির সময় এক যুবককে আটক করা হয়। সকালে সদরের মধ্য চর শুল্লকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে জাল ভোট দিতে এসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার হাতে আটক হন সেলিনা আক্তার নামের মধ্য বয়সী এক নারী।
দুপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউপির মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লোকজন কেন্দ্রে হামলার চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে