তাসনীম হাসান, চট্টগ্রাম
বন্ধুদের কেউ খাইয়ে দিচ্ছেন ভাত। কেউ কোমল পানীয় দিয়ে ভিজিয়ে দিচ্ছেন গলা। সবার মুখেই হাসির উচ্ছ্বাস। যাঁকে ঘিরে বন্ধুদের এত আবেগ-ভালোবাসা, নাম তাঁর বাহার উদ্দিন রায়হান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের স্নাতক শ্রেণির এই শিক্ষার্থীকে ঘিরে বন্ধুদের এমন কাণ্ড নিছক মজা নয়। এর কারণ একটাই, দুই হাতের কনুই পর্যন্তই যে নেই বাহারের!
গত বুধবার রাতে বন্ধুদের ভাত খাইয়ে দেওয়ার কয়েকটি ছবি ফেসবুকে দেন বাহার উদ্দিন। সেসব ছবি দেখে অনেকেই প্রশংসায় মেতে ওঠেন। কেউ মন্তব্যের ঘরে লেখেন, ‘বন্ধুরা এমনই হয়।’ কেউবা আবার বাহারের দুঃখে সারথি হন।
ছবির সূত্র ধরে কথা হয় বাহার উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছবিগুলো ডিসেম্বরের ২৩ তারিখ তোলা। সেদিন স্নাতক পরীক্ষা শেষে বন্ধুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়ুইভাতির আয়োজন করেন। খাওয়ার সময় সবাই এসে আমাকে খাইয়ে দেন। এমন দৃশ্য কয়েক বন্ধু ধারণ করেন ক্যামেরায়। সেগুলো ফেসবুকে দিয়েছি।’
রায়হানের দুই হাত হারানোর গল্প জানতে ফিরতে হবে ১৮ বছর আগে। দিনটি ছিল ২০০৪ সালের ৩০ অক্টোবর। সন্ধ্যা আসন্ন। একটু পরেই নামবে অন্ধকার। বাড়ি ফিরতে ফিরতে বাহারের চোখ চলে যায় একটি বিদ্যুতের খুঁটিতে। দেখেন বিদ্যুতের ট্রান্সফরমারের ফাঁকে ঢুকে পড়েছে একটি পাখি। সময়ের বয়স বাড়তে থাকে, কিন্তু পাখিটা বের হয় না। বাহারের অপেক্ষার পারদও কমতে থাকে।
সেই পাখিটাকে বাঁচাতে হবে—এই ভাবনা ছোট্ট বাহারকে নিয়ে যায় খুঁটির চূড়ায়। তারপর! কিন্তু সেখানে ওঠে কেব্লে হাত ছোঁয়াতেই সব শেষ। এক ঝাপটায় ছিটকে বাহার পড়ে যায় নিচে। ১৬ দিন পর যখন হাসপাতালের বেডে তার জ্ঞান ফেরে, তখন দেখতে পায় তাঁর দুই হাত আর নেই; পুরো শরীর মোড়ানো সাদা ব্যান্ডেজে। বিভীষিকাময় সেই সন্ধ্যা ভুলে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন অদম্য বাহার।
দুর্ঘটনায় হাত হারানোর পর মন খারাপ করে বাড়িতেই বসে থাকতেন বাহার। তবে এসব মন খারাপের ভাবনা উড়িয়ে দেন এক খালাতো বোন। তিনি বাহারকে তাতিয়ে দেন এই বলে, ‘অনেকে পায়ে কিংবা মুখে লিখে পড়ালেখা করছে। তুইও সেভাবে চেষ্টা করে দেখ্! পারবি।’ যেই কথা সেই কাজ। কিছুদিনের মাথায় দেখা যায় মুখ দিয়ে লিখতে পারছেন বাহার। তারপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের আঙিনায়।
পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলছেন বাহার। তবে সবকিছুর পরও একটু দুঃখ রয়ে গেছে বাহারের। সেটি হলো হাত দিয়ে খেতে না পারা। বাহার বলেন, ‘হাত না থাকায় হাতের সঙ্গে চামচ যুক্ত করে খাবার গ্রহণ করি। চড়ুইভাতির দিনও চামচের ব্যবস্থা করেছিলাম। তবে বন্ধুরা এসে বলল, চামচ দিয়ে কষ্ট করে খেতে হবে না। আমরাই তোকে খাইয়ে দেব আজ।’
বন্ধুদের কেউ খাইয়ে দিচ্ছেন ভাত। কেউ কোমল পানীয় দিয়ে ভিজিয়ে দিচ্ছেন গলা। সবার মুখেই হাসির উচ্ছ্বাস। যাঁকে ঘিরে বন্ধুদের এত আবেগ-ভালোবাসা, নাম তাঁর বাহার উদ্দিন রায়হান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের স্নাতক শ্রেণির এই শিক্ষার্থীকে ঘিরে বন্ধুদের এমন কাণ্ড নিছক মজা নয়। এর কারণ একটাই, দুই হাতের কনুই পর্যন্তই যে নেই বাহারের!
গত বুধবার রাতে বন্ধুদের ভাত খাইয়ে দেওয়ার কয়েকটি ছবি ফেসবুকে দেন বাহার উদ্দিন। সেসব ছবি দেখে অনেকেই প্রশংসায় মেতে ওঠেন। কেউ মন্তব্যের ঘরে লেখেন, ‘বন্ধুরা এমনই হয়।’ কেউবা আবার বাহারের দুঃখে সারথি হন।
ছবির সূত্র ধরে কথা হয় বাহার উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছবিগুলো ডিসেম্বরের ২৩ তারিখ তোলা। সেদিন স্নাতক পরীক্ষা শেষে বন্ধুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়ুইভাতির আয়োজন করেন। খাওয়ার সময় সবাই এসে আমাকে খাইয়ে দেন। এমন দৃশ্য কয়েক বন্ধু ধারণ করেন ক্যামেরায়। সেগুলো ফেসবুকে দিয়েছি।’
রায়হানের দুই হাত হারানোর গল্প জানতে ফিরতে হবে ১৮ বছর আগে। দিনটি ছিল ২০০৪ সালের ৩০ অক্টোবর। সন্ধ্যা আসন্ন। একটু পরেই নামবে অন্ধকার। বাড়ি ফিরতে ফিরতে বাহারের চোখ চলে যায় একটি বিদ্যুতের খুঁটিতে। দেখেন বিদ্যুতের ট্রান্সফরমারের ফাঁকে ঢুকে পড়েছে একটি পাখি। সময়ের বয়স বাড়তে থাকে, কিন্তু পাখিটা বের হয় না। বাহারের অপেক্ষার পারদও কমতে থাকে।
সেই পাখিটাকে বাঁচাতে হবে—এই ভাবনা ছোট্ট বাহারকে নিয়ে যায় খুঁটির চূড়ায়। তারপর! কিন্তু সেখানে ওঠে কেব্লে হাত ছোঁয়াতেই সব শেষ। এক ঝাপটায় ছিটকে বাহার পড়ে যায় নিচে। ১৬ দিন পর যখন হাসপাতালের বেডে তার জ্ঞান ফেরে, তখন দেখতে পায় তাঁর দুই হাত আর নেই; পুরো শরীর মোড়ানো সাদা ব্যান্ডেজে। বিভীষিকাময় সেই সন্ধ্যা ভুলে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন অদম্য বাহার।
দুর্ঘটনায় হাত হারানোর পর মন খারাপ করে বাড়িতেই বসে থাকতেন বাহার। তবে এসব মন খারাপের ভাবনা উড়িয়ে দেন এক খালাতো বোন। তিনি বাহারকে তাতিয়ে দেন এই বলে, ‘অনেকে পায়ে কিংবা মুখে লিখে পড়ালেখা করছে। তুইও সেভাবে চেষ্টা করে দেখ্! পারবি।’ যেই কথা সেই কাজ। কিছুদিনের মাথায় দেখা যায় মুখ দিয়ে লিখতে পারছেন বাহার। তারপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের আঙিনায়।
পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলছেন বাহার। তবে সবকিছুর পরও একটু দুঃখ রয়ে গেছে বাহারের। সেটি হলো হাত দিয়ে খেতে না পারা। বাহার বলেন, ‘হাত না থাকায় হাতের সঙ্গে চামচ যুক্ত করে খাবার গ্রহণ করি। চড়ুইভাতির দিনও চামচের ব্যবস্থা করেছিলাম। তবে বন্ধুরা এসে বলল, চামচ দিয়ে কষ্ট করে খেতে হবে না। আমরাই তোকে খাইয়ে দেব আজ।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে