নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নভেম্বরের মাঝামাঝি থেকে পোষা বিড়ালের মতো পায়ে পায়ে ঘুরছিল তুলতুলে ঠান্ডা। সেই ঠান্ডা ছড়িয়ে পড়েছিল শরীর অবধি। আর শরীরের শীতকাল মানেই মনের বসন্তকাল। শীতের সঙ্গে বিষণ্ণতা, পাতা ঝরার যে গাঁটছড়া, তাকে দূরে সরিয়ে রেখে মনে মনে ভালোবাসার বসন্ত উৎসব। এমনই চির আরাধ্য পয়লা ফাল্গুন আজ।
প্রকৃতিতে নতুন পাতার আগমন ও পাখির গানে আবারও ফিরে এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। সেই পলাশের রং গায়ে মেখে বসন্তের আগমনী দমকা হাওয়ার গভীর আবেগে তরুণ-তরুণীরা গেয়ে উঠবে ‘বসন্ত এসে গেছে’।
বাসন্তী রঙে সেজে তারা কোকিলের মতো কুহু কুহু ডাকে রাঙিয়ে তুলবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ শহরের অলিগলি।
পয়লা ফাল্গুনের পাশাপাশি আজ উদ্যাপিত হবে ‘ভ্যালেন্টাইনস ডে’। এই ভালোবাসার ফাল্গুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তাদের বাসন্তী সাজ আর দুরন্ত ভালোবাসার উন্মাদনা ও উচ্ছলতায় ভাসবে শহর, নগর ও গ্রামীণ জনপদ। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গুঁজবে ফুল। হাতে পরবে কাচের চুড়ি। তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে শহরজুড়ে ঘুরে বেড়াবে প্রিয় মানুষের হাত ধরে।
তবে করোনা সংক্রমণের কারণে এবারের বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবসের আয়োজন থাকবে সীমিত পরিসরে। এমনটিই জানিয়েছেন জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উদ্যাপিত হবে।
উদ্যাপন পরিষদ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এবারের উৎসব উদ্যাপন করা হবে। আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বসন্ত-কথন পর্বে অংশ নেবেন স্থপতি সফিউদ্দিন আহমেদ, উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। থাকবে আবির বিনিময় ও পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠান।
তবে করোনার কারণে এবার উত্তরা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
নভেম্বরের মাঝামাঝি থেকে পোষা বিড়ালের মতো পায়ে পায়ে ঘুরছিল তুলতুলে ঠান্ডা। সেই ঠান্ডা ছড়িয়ে পড়েছিল শরীর অবধি। আর শরীরের শীতকাল মানেই মনের বসন্তকাল। শীতের সঙ্গে বিষণ্ণতা, পাতা ঝরার যে গাঁটছড়া, তাকে দূরে সরিয়ে রেখে মনে মনে ভালোবাসার বসন্ত উৎসব। এমনই চির আরাধ্য পয়লা ফাল্গুন আজ।
প্রকৃতিতে নতুন পাতার আগমন ও পাখির গানে আবারও ফিরে এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। সেই পলাশের রং গায়ে মেখে বসন্তের আগমনী দমকা হাওয়ার গভীর আবেগে তরুণ-তরুণীরা গেয়ে উঠবে ‘বসন্ত এসে গেছে’।
বাসন্তী রঙে সেজে তারা কোকিলের মতো কুহু কুহু ডাকে রাঙিয়ে তুলবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ শহরের অলিগলি।
পয়লা ফাল্গুনের পাশাপাশি আজ উদ্যাপিত হবে ‘ভ্যালেন্টাইনস ডে’। এই ভালোবাসার ফাল্গুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তাদের বাসন্তী সাজ আর দুরন্ত ভালোবাসার উন্মাদনা ও উচ্ছলতায় ভাসবে শহর, নগর ও গ্রামীণ জনপদ। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গুঁজবে ফুল। হাতে পরবে কাচের চুড়ি। তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে শহরজুড়ে ঘুরে বেড়াবে প্রিয় মানুষের হাত ধরে।
তবে করোনা সংক্রমণের কারণে এবারের বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবসের আয়োজন থাকবে সীমিত পরিসরে। এমনটিই জানিয়েছেন জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উদ্যাপিত হবে।
উদ্যাপন পরিষদ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এবারের উৎসব উদ্যাপন করা হবে। আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বসন্ত-কথন পর্বে অংশ নেবেন স্থপতি সফিউদ্দিন আহমেদ, উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। থাকবে আবির বিনিময় ও পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠান।
তবে করোনার কারণে এবার উত্তরা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে