মো. আব্দুর রব, মৌলভীবাজার
মৌলভীবাজারে জ্বালানি সংকটের অজুহাতে বিভিন্ন পরিবহনে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এই বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অসহায় যাত্রীরা।
অন্যদিকে, জেলার সদর ও রাজনগর উপজেলায় প্রধান তিনটি সিএনজি স্টেশন বন্ধ থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।
নাম প্রকাশ না করার শর্তে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সিলেট ও মৌলভীবাজারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত লোড মেনে চলতে হবে। সরবরাহ বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর বরাদ্দের পরিমাণ শেষ হয়েছে। বর্তমানে সরকার সবক্ষেত্রেই গ্যাস সরবরাহ সীমিত করছে। তাই এখন বরাদ্দ বাড়ানোর বিষয়ে কিছু বলা যাবে না।
সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন মালিকেরা জানান, শুধু মৌলভীবাজারের স্টেশনগুলোর সঙ্গে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করছে। বরাদ্দ বাড়ানোর জন্য বারবার আবেদন করার পরও বরাদ্দ বাড়াচ্ছে না জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ফলে হাজার হাজার চালক গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, পৌরশহরের মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশনটি বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ২৪০ কিউবিক মিটার। শমসেরনগর রোডের এমএফ সিএনজি ফিলিং স্টেশনটির বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৪৮ হাজার কিউবিক মিটার। রাজনগর উপজেলার একমাত্র স্টেশন ডেলটা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ২৪০ কিউবিক মিটার। এই তিনটি স্টেশনের বরাদ্দের পরিমাণ শেষ হওয়ায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ আছে।
এদিকে জ্বালানি–সংকটের অজুহাতে সব ধরনের পরিবহন, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সাধারণ যাত্রীসহ নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছে যানবাহনগুলো। ভাড়া নিয়ে চালকদের সঙ্গে সাধারণ যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটছে। এ কারণে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তবে যানবাহনের চালকেরা জানান, জ্বালানি–সংকটের কারণে ভাড়া বাড়াতে হচ্ছে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা, চাঁদনীঘাট থেকে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত টমটমের ভাড়া ১৫ টাকার পরিবর্তে ৩০ টাকা দাবি করছে। এ ছাড়া অন্যান্য এলাকায় পূর্বের ভাড়ার চেয়ে এখন দ্বিগুণ ভাড়া দাবি করছেন চালকেরা।
যাত্রী প্রিয়াঙ্কা সেনগুপ্ত বলেন, ‘চালকেরা জোর করে বেশি ভাড়া আদায় করছেন। না দিলে দুর্ব্যবহার করা হয়। আমরা এ পরিস্থিতির অবসান চাই।’
অটোরিকশার চালক কাশেম মিয়া ও আব্দুর রহমান জানান, সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যায় না। তখন তেল দিয়ে গাড়ি চালাতে হয়, তাই খরচ বেড়ে যায়। এ কারণে ভাড়া বাড়াতে হচ্ছে।
জানতে চাইলে মৌলভীবাজার সদর ইউএনও সাবরিনা রহমান বলেন, কয়েকটি স্টেশনে গ্যাসের সংকট রয়েছে। ওই স্টেশনগুলোর গ্যাস নেওয়ার লিমিটেশন শেষ হয়ে গেছে। এই সমস্যা ও গাড়ি ভাড়া বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে।
মৌলভীবাজারে জ্বালানি সংকটের অজুহাতে বিভিন্ন পরিবহনে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এই বাড়তি ভাড়া দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অসহায় যাত্রীরা।
অন্যদিকে, জেলার সদর ও রাজনগর উপজেলায় প্রধান তিনটি সিএনজি স্টেশন বন্ধ থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।
নাম প্রকাশ না করার শর্তে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সিলেট ও মৌলভীবাজারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত লোড মেনে চলতে হবে। সরবরাহ বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর বরাদ্দের পরিমাণ শেষ হয়েছে। বর্তমানে সরকার সবক্ষেত্রেই গ্যাস সরবরাহ সীমিত করছে। তাই এখন বরাদ্দ বাড়ানোর বিষয়ে কিছু বলা যাবে না।
সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন মালিকেরা জানান, শুধু মৌলভীবাজারের স্টেশনগুলোর সঙ্গে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করছে। বরাদ্দ বাড়ানোর জন্য বারবার আবেদন করার পরও বরাদ্দ বাড়াচ্ছে না জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ফলে হাজার হাজার চালক গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, পৌরশহরের মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশনটি বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ২৪০ কিউবিক মিটার। শমসেরনগর রোডের এমএফ সিএনজি ফিলিং স্টেশনটির বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৪৮ হাজার কিউবিক মিটার। রাজনগর উপজেলার একমাত্র স্টেশন ডেলটা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বরাদ্দের পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ২৪০ কিউবিক মিটার। এই তিনটি স্টেশনের বরাদ্দের পরিমাণ শেষ হওয়ায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ আছে।
এদিকে জ্বালানি–সংকটের অজুহাতে সব ধরনের পরিবহন, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সাধারণ যাত্রীসহ নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছে যানবাহনগুলো। ভাড়া নিয়ে চালকদের সঙ্গে সাধারণ যাত্রীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটছে। এ কারণে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তবে যানবাহনের চালকেরা জানান, জ্বালানি–সংকটের কারণে ভাড়া বাড়াতে হচ্ছে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জনপ্রতি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা, চাঁদনীঘাট থেকে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত টমটমের ভাড়া ১৫ টাকার পরিবর্তে ৩০ টাকা দাবি করছে। এ ছাড়া অন্যান্য এলাকায় পূর্বের ভাড়ার চেয়ে এখন দ্বিগুণ ভাড়া দাবি করছেন চালকেরা।
যাত্রী প্রিয়াঙ্কা সেনগুপ্ত বলেন, ‘চালকেরা জোর করে বেশি ভাড়া আদায় করছেন। না দিলে দুর্ব্যবহার করা হয়। আমরা এ পরিস্থিতির অবসান চাই।’
অটোরিকশার চালক কাশেম মিয়া ও আব্দুর রহমান জানান, সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যায় না। তখন তেল দিয়ে গাড়ি চালাতে হয়, তাই খরচ বেড়ে যায়। এ কারণে ভাড়া বাড়াতে হচ্ছে।
জানতে চাইলে মৌলভীবাজার সদর ইউএনও সাবরিনা রহমান বলেন, কয়েকটি স্টেশনে গ্যাসের সংকট রয়েছে। ওই স্টেশনগুলোর গ্যাস নেওয়ার লিমিটেশন শেষ হয়ে গেছে। এই সমস্যা ও গাড়ি ভাড়া বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে