বুড়িচং প্রতিনিধি
বুড়িচংয়ের সদর ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করতে আর কোনো বাধা রইল না। গত বৃহস্পতিবার উচ্চ আদালত ভূমি জটিলতা সম্পর্কিত একটি রিট খারিজ করে দিলে দীর্ঘদিনের জটিলতা শেষ হয়।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-৩ শাখা ২০০৩ সালের ২৭ মে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের সাতটি মৌজাকে শহর এলাকা বা পৌরসভা ঘোষণা করা হয়। এলাকাগুলো হলো উত্তর বিজয়পুর, জগতপুর, পূর্ণমতি, আরাগ-আনন্দপুর, জরুইন, বড় হরিপুর ও যদুপুর।
প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর ২০০৪ সালে জগতপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট এম এইচ সর্দার ও অ্যাডভোকেট শাহ আলম সরকার সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট দায়ের করেন।
দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত তখন পৌরসভা ঘোষণার বিষয়ে স্থগিতাদেশ প্রদান করেন। পরে দীর্ঘ ১৮ বছর এ নিয়ে একাধিক শুনানি হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারক নায়িমা হায়দার ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আইটেম নম্বর ২ ও এন এস ২০ নম্বর এর শুনানি করেন। শুনানি শেষে আদালত রমিজ উদ্দিন ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দেন।
এ বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, রমিজ উদ্দিনের রিট আদালত খারিজ করে দিয়েছেন। ফলে ২০০৩ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বুড়িচং সদর ইউনিয়নের সাতটি মৌজাকে পৌরসভা ঘোষণা করতে আর কোনো বাধা নেই।
স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান আজকের পত্রিকাকে বলেন, ২০০৩ সালে তৎকালীন সাংসদ সাবেক আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরুর প্রচেষ্টায় বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের সাতটি গ্রামকে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে তা বন্ধ ছিল। বর্তমানে পুনরায় আদালতের নির্দেশনা অনুযায়ী পৌরসভা ঘোষণায় কোনো বাধা নেই। আদালতের নির্দেশনা স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছালে পৌরসভা ঘোষণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তবে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন গত বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কয়েকজনের কাছ থেকে বিষয়টি জেনেছি। তবে দাপ্তরিকভাবে কোনো চিঠি পাইনি। এ ছাড়া এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করেছি। প্রজ্ঞাপন বা আদালতের রায়ের বিষয়ে কোনো চিঠি আসেনি।
বুড়িচংয়ের সদর ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করতে আর কোনো বাধা রইল না। গত বৃহস্পতিবার উচ্চ আদালত ভূমি জটিলতা সম্পর্কিত একটি রিট খারিজ করে দিলে দীর্ঘদিনের জটিলতা শেষ হয়।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-৩ শাখা ২০০৩ সালের ২৭ মে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের সাতটি মৌজাকে শহর এলাকা বা পৌরসভা ঘোষণা করা হয়। এলাকাগুলো হলো উত্তর বিজয়পুর, জগতপুর, পূর্ণমতি, আরাগ-আনন্দপুর, জরুইন, বড় হরিপুর ও যদুপুর।
প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর ২০০৪ সালে জগতপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট এম এইচ সর্দার ও অ্যাডভোকেট শাহ আলম সরকার সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট দায়ের করেন।
দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত তখন পৌরসভা ঘোষণার বিষয়ে স্থগিতাদেশ প্রদান করেন। পরে দীর্ঘ ১৮ বছর এ নিয়ে একাধিক শুনানি হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারক নায়িমা হায়দার ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আইটেম নম্বর ২ ও এন এস ২০ নম্বর এর শুনানি করেন। শুনানি শেষে আদালত রমিজ উদ্দিন ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দেন।
এ বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, রমিজ উদ্দিনের রিট আদালত খারিজ করে দিয়েছেন। ফলে ২০০৩ সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বুড়িচং সদর ইউনিয়নের সাতটি মৌজাকে পৌরসভা ঘোষণা করতে আর কোনো বাধা নেই।
স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান আজকের পত্রিকাকে বলেন, ২০০৩ সালে তৎকালীন সাংসদ সাবেক আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরুর প্রচেষ্টায় বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের সাতটি গ্রামকে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে তা বন্ধ ছিল। বর্তমানে পুনরায় আদালতের নির্দেশনা অনুযায়ী পৌরসভা ঘোষণায় কোনো বাধা নেই। আদালতের নির্দেশনা স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছালে পৌরসভা ঘোষণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তবে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন গত বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কয়েকজনের কাছ থেকে বিষয়টি জেনেছি। তবে দাপ্তরিকভাবে কোনো চিঠি পাইনি। এ ছাড়া এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করেছি। প্রজ্ঞাপন বা আদালতের রায়ের বিষয়ে কোনো চিঠি আসেনি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে