রিমন রহমান, রাজশাহী
ঘড়ির কাঁটায় রাত ১১টা। একটা মার্কেটের বারান্দায় বসে খাচ্ছেন শতাধিক মানুষ। সাত-আটজন যুবক তাঁদের খাওয়াচ্ছেন। একজন সবকিছু তদারকি করছেন। গত বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড়ে এ দৃশ্য দেখা গেল।
যিনি দাঁড়িয়ে থেকে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খাওয়ানো তদারকি করছিলেন, তাঁর নাম আজিজুল আলম বেন্টু। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এখন প্রতি রাতে অসহায় মানুষদের খাওয়ান।
আজিজুল আলম বেন্টু সম্প্রতি কল্পনা হলের মোড়ে ‘লবঙ্গ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ’ নামের একটি রেস্তোরাঁ চালু করেছেন। রেস্তোরাঁটিতে বাংলা খাবার পাওয়া যায় না। অথচ ছিন্নমূল মানুষদের জন্য সেখানে প্রতি রাতে রান্না করা হয় ভাত, ডাল, মাছ, মাংস ও সবজি। রেস্তোরাঁয় রান্না করা খাবারই পরিবেশন করা হয় অসহায় মানুষের মাঝে। খাবার পরিবেশনের জন্য কেনা হয়েছে আলাদা থালা-বাসনও।
বুধবার রাতে শতাধিক মানুষকে খেতে দেখা যায়। এঁদের বেশির ভাগই রিকশাচালক। সারি সারি রিকশা রেখে তাঁরা খেতে বসেছিলেন। ছিন্নমূল কয়েকজন নারী, কিশোরী আর শিশুকেও দেখা গেল। মাছ আর ডাল দিয়ে তাঁরা তৃপ্তি নিয়ে খাচ্ছিলেন। এক শিশু বলল, সে মাছ খায় না। এ কথা শুনেই আজিজুল আলম বেন্টু একজনকে ডিম আনতে বললেন।
খাওয়া শেষে শিশু সৈকত, ইমন আর রাহিন জানাল, তারা সারা দিন বেলুন বেচে। আর রাতে রেলস্টেশনে থাকে। বেলুন বিক্রির লাভের টাকায় তারা হোটেলে খাবার কিনে খায়। দুই দিন আগে স্টেশনে থাকা এক রিকশাচালক গিয়ে তাঁদের জানান, কল্পনা হলের মোড়ে তিনি বিনা পয়সায় পেটপুরে খেয়েছেন। রোজই খাওয়ানো হয় সেখানে। খবর পেয়ে সৈকত, ইমন, রাহিনেরাও পরদিন থেকে খেতে আসে।
আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু বলেন, বগুড়ার আকবরিয়া হোটেলে প্রতি রাতে ছিন্নমূল মানুষকে খাওয়ানো হয়। সেটি দেখে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তাঁর রেস্তোরাঁয় বাংলা খাবার বিক্রি হয় না। তবে রেস্তোরাঁর লাভের অংশ থেকে শুধু অসহায় মানুষদের জন্যই আলাদা বাজার করে বাংলা খাবার রান্না করা হয়। গত শুক্রবার থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন। সেদিন ৪০ জন খেয়েছিল। তারপর থেকে খেতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। তিনি সাধ্যমতো এভাবে খাইয়ে যাবেন।
ঘড়ির কাঁটায় রাত ১১টা। একটা মার্কেটের বারান্দায় বসে খাচ্ছেন শতাধিক মানুষ। সাত-আটজন যুবক তাঁদের খাওয়াচ্ছেন। একজন সবকিছু তদারকি করছেন। গত বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড়ে এ দৃশ্য দেখা গেল।
যিনি দাঁড়িয়ে থেকে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খাওয়ানো তদারকি করছিলেন, তাঁর নাম আজিজুল আলম বেন্টু। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এখন প্রতি রাতে অসহায় মানুষদের খাওয়ান।
আজিজুল আলম বেন্টু সম্প্রতি কল্পনা হলের মোড়ে ‘লবঙ্গ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ’ নামের একটি রেস্তোরাঁ চালু করেছেন। রেস্তোরাঁটিতে বাংলা খাবার পাওয়া যায় না। অথচ ছিন্নমূল মানুষদের জন্য সেখানে প্রতি রাতে রান্না করা হয় ভাত, ডাল, মাছ, মাংস ও সবজি। রেস্তোরাঁয় রান্না করা খাবারই পরিবেশন করা হয় অসহায় মানুষের মাঝে। খাবার পরিবেশনের জন্য কেনা হয়েছে আলাদা থালা-বাসনও।
বুধবার রাতে শতাধিক মানুষকে খেতে দেখা যায়। এঁদের বেশির ভাগই রিকশাচালক। সারি সারি রিকশা রেখে তাঁরা খেতে বসেছিলেন। ছিন্নমূল কয়েকজন নারী, কিশোরী আর শিশুকেও দেখা গেল। মাছ আর ডাল দিয়ে তাঁরা তৃপ্তি নিয়ে খাচ্ছিলেন। এক শিশু বলল, সে মাছ খায় না। এ কথা শুনেই আজিজুল আলম বেন্টু একজনকে ডিম আনতে বললেন।
খাওয়া শেষে শিশু সৈকত, ইমন আর রাহিন জানাল, তারা সারা দিন বেলুন বেচে। আর রাতে রেলস্টেশনে থাকে। বেলুন বিক্রির লাভের টাকায় তারা হোটেলে খাবার কিনে খায়। দুই দিন আগে স্টেশনে থাকা এক রিকশাচালক গিয়ে তাঁদের জানান, কল্পনা হলের মোড়ে তিনি বিনা পয়সায় পেটপুরে খেয়েছেন। রোজই খাওয়ানো হয় সেখানে। খবর পেয়ে সৈকত, ইমন, রাহিনেরাও পরদিন থেকে খেতে আসে।
আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু বলেন, বগুড়ার আকবরিয়া হোটেলে প্রতি রাতে ছিন্নমূল মানুষকে খাওয়ানো হয়। সেটি দেখে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তাঁর রেস্তোরাঁয় বাংলা খাবার বিক্রি হয় না। তবে রেস্তোরাঁর লাভের অংশ থেকে শুধু অসহায় মানুষদের জন্যই আলাদা বাজার করে বাংলা খাবার রান্না করা হয়। গত শুক্রবার থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন। সেদিন ৪০ জন খেয়েছিল। তারপর থেকে খেতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। তিনি সাধ্যমতো এভাবে খাইয়ে যাবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে