চার অনুষ্ঠানের প্রস্তুতি সভা একসঙ্গে

মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭

যশোরের মনিরামপুরে এক দিনে চারটি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

জানা গেছে, ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বিজ্ঞান মেলা উদ্‌যাপন উপলক্ষে যশোরের মনিরামপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হয়।

সভায় পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, করোনার কারণে গেল বছর শিক্ষার্থীদের নিয়ে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করা সম্ভব হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবস দুটি পালন করতে হবে। এ ছাড়া বিজয় দিবসে

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ১০ ইঞ্চি ও ৬ ইঞ্চি মাপের জাতীয় পতাকা হাতে সব শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে।

সভায় অনুষ্ঠান আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত