সাভারে ৫ ভবন ভেঙে দিল রাজউক

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১২: ৫১

সাভারে নকশাবহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তর্ভুক্ত। এখানে অপরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ নেই। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের ক্ষেত্রে প্রথমে নির্মাণাধীন ভবনের প্রতি জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজউকের আওতায় থাকা এলাকায় নিয়ম অনুযায়ী পৌরসভার ভবনের নকশার অনুমোদন দেওয়ার সুযোগ নেই। কিন্তু তারা দিয়েছে, এতে সাভারে নকশাবহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে।’ এ সময় শিগগিরই সাভারে রাজউকের সাব অফিস করার পরিকল্পনার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, ‘২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনের নকশা অনুমোদন দেওয়ার চিঠির বিপরীতে অনুমোদন দিচ্ছি।

তবে রাজউকের বিষয়টি আমাদের নজরে এসেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত