Ajker Patrika

জ্বালানি তেলের দামের উত্তাপ নিত্যপণ্যে, বিপাকে মানুষ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২: ৩৬
জ্বালানি তেলের দামের উত্তাপ নিত্যপণ্যে, বিপাকে মানুষ

নীলফামারীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির মূল্য। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। এ ছাড়া বেড়েছে চাল, আটা ও চিনির দাম।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গিয়ে এর প্রভাব পড়েছে বাজারে। ঊর্ধ্বমুখী দামে সীমিত আয়ের লোকজন পড়েছে চরম দুর্ভোগে।

গতকাল শুক্রবার জেলা শহরের কিচেন বাজার, সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট বাজার ও পৌর সবজি বাজার ঘুরে এই বাড়তি দর দেখা গেছে।

বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে পটোল ৪০, মুলা ৫০, কাঁকরোল ৪০, বরবটি ৫০, চিচিঙ্গা ৪০, ঢ্যাঁড়স ৪০ ও পেঁয়াজ ৫০ টাকা এবং কেজিতে ২০ টাকা বেড়ে বেগুন ৫০, করলা ৬০ ও শসা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম বাড়ার তালিকায় আরও রয়েছে শিম, পেঁপে, জালি কুমড়া ও শাকসবজি। তবে ভারত থেকে মরিচ আমদানি হওয়ায় কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রকারভেদে প্রতি কেজি চাল ৬ থেকে ১০ টাকা, ভোজ্যতেল প্রতি লিটার ২০ টাকা ও প্রতি কেজি চিনি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাজারে সব ধরনের সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। এখন সবজি পরিবহনে ব্যাপারীদের প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। সবজির সরবরাহ দেখে যেখানে দাম ধীরে ধীরে কমার কথা, সেখানে গাড়ি ভাড়ার কারণে তা বাড়ছে।

এ বিষয়ে সৈয়দপুর পৌর সবজি বাজারের খুচরা ব্যবসায়ী আফরোজ হোসেন ভুলু বলেন, ‘পাইকারি আড়তে সব সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। এমনিতে শুক্রবারে দাম একটু বেশি হয়, কিন্তু গত তিন থেকে চার দিন ধরে সব ধরনের সবজির দাম বাড়ছে। পাইকারেরা বলছেন, তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়া বেড়েছে। আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাই বেশি দামে বেচতে হয়।’

রেলওয়ে কারখানার গেট বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক শাহানাজ বেগম বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম অসহনীয় হয়ে গেছে। ১০০ টাকার সবজি দিয়ে এক দিনের খাবার চলে না। এ ছাড়া চাল, তেল, চিনির দাম লাগামহীন। এভাবে সবকিছুর দাম বাড়লে আমাদের মতো মানুষের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে যাবে।’

শাহানাজ হতাশ কণ্ঠে বলেন, ‘ব্যবসায়ীদের জিনিসের দাম বাড়ানোর জন্য কোনো কারণ লাগে না। আর এখন তো একটা অজুহাত পেয়েছে, তেলের দাম বাড়তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত