নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই মাস পর হওয়া গতকাল জাতীয় দল কমিটির সভা নিয়ে আলাদা একটা আগ্রহই তৈরি হয়েছিল। এ সভাতেই বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার ভাগ্যনির্ধারণ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
জাতীয় দল কমিটির ১৩তম সভায় কাবরেরা উপস্থিত ছিলেন ঠিকই। তবে সে সভায় স্প্যানিশ কোচ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সভায় কোচ নয়, বরং তাঁর অধীনে এশিয়ান কাপ বাছাইপর্ব ও কম্বোডিয়া-নেপাল ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনার কথাই জানালেন নাবিল। কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে হতে পারে বলে জানালেন জাতীয় দল কমিটির প্রধান। সভা শেষে তিনি বলেছেন, ‘জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর—দুজনের সঙ্গেই আমরা পর্যালোচনা করেছি, কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী চার সপ্তাহের মধ্যে আমরা আরেকটি সভা করব।’
আগামী ডিসেম্বরে শেষ হবে কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ। সরাসরি না বললেও কাজী নাবিলের বক্তব্যেই ইঙ্গিত থাকল, বাংলাদেশ দলের কোচ হিসেবে টিকে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। কাবরেরাকে নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের পর্যালোচনা করে কাজী নাবিলের বক্তব্য, ‘যদি আমাদের ধারাবাহিক ৩ বা ৪টা ম্যাচ থাকে, তাহলে তৃতীয় বা চতুর্থ ম্যাচটি প্রত্যাশানুযায়ী হয় না। কী কারণে হয় না, কী করে এখানে উন্নতি করা যেতে পারে, এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে।’
নেপালের কাছে ৩-১ গোলে হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিল কাবরেরার কৌশল। এমন হারের পরও জাতীয় দলের কোচের পাশেই থাকছেন নাবিল, ‘কোচ সেটির ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। আমরাও দেখেছি প্রথমার্ধে তিন গোল খেয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের মনোযোগ ছিল না।’
প্রায় দুই মাস পর হওয়া গতকাল জাতীয় দল কমিটির সভা নিয়ে আলাদা একটা আগ্রহই তৈরি হয়েছিল। এ সভাতেই বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার ভাগ্যনির্ধারণ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
জাতীয় দল কমিটির ১৩তম সভায় কাবরেরা উপস্থিত ছিলেন ঠিকই। তবে সে সভায় স্প্যানিশ কোচ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সভায় কোচ নয়, বরং তাঁর অধীনে এশিয়ান কাপ বাছাইপর্ব ও কম্বোডিয়া-নেপাল ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনার কথাই জানালেন নাবিল। কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে হতে পারে বলে জানালেন জাতীয় দল কমিটির প্রধান। সভা শেষে তিনি বলেছেন, ‘জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর—দুজনের সঙ্গেই আমরা পর্যালোচনা করেছি, কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী চার সপ্তাহের মধ্যে আমরা আরেকটি সভা করব।’
আগামী ডিসেম্বরে শেষ হবে কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ। সরাসরি না বললেও কাজী নাবিলের বক্তব্যেই ইঙ্গিত থাকল, বাংলাদেশ দলের কোচ হিসেবে টিকে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। কাবরেরাকে নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের পর্যালোচনা করে কাজী নাবিলের বক্তব্য, ‘যদি আমাদের ধারাবাহিক ৩ বা ৪টা ম্যাচ থাকে, তাহলে তৃতীয় বা চতুর্থ ম্যাচটি প্রত্যাশানুযায়ী হয় না। কী কারণে হয় না, কী করে এখানে উন্নতি করা যেতে পারে, এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে।’
নেপালের কাছে ৩-১ গোলে হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিল কাবরেরার কৌশল। এমন হারের পরও জাতীয় দলের কোচের পাশেই থাকছেন নাবিল, ‘কোচ সেটির ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। আমরাও দেখেছি প্রথমার্ধে তিন গোল খেয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের মনোযোগ ছিল না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪