গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
দিনভর ভারী বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুর মহানগর ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের পরিকল্পিত এবং সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
দ্রুত পানিনিষ্কাশনে গাজীপুর সিটি করপোরেশন ও শ্রীপুর পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন পানিনিষ্কাশনের জন্য ৫৭০ কিলোমিটার নালা নির্মাণ করেছে। অপরিকল্পিতভাবে এসব নালা নির্মাণের কারণে পানিনিষ্কাশন হচ্ছে না। নালা কোথাও কোথাও সড়কের চেয়ে উঁচু, আবার কোথাও নালার পানিপ্রবাহের ঢাল একমুখী না হওয়ায় বা তলদেশ উঁচুনিচু হওয়ায় পানি নামতে পারছে না। ফলে অনেক এলাকায় নালার পানি সড়কে চলে এসেছে।
সরেজমিনে দেখা গেছে, বর্ষার শুরুতে দিনভর বৃষ্টির কারণে মহানগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা, সড়ক মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালা দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় পচা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা সড়কে বেরিয়ে এসেছে।
এ দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চলমান বিআরটি প্রকল্পের কারণে ফুটপাথে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি এ প্রকল্পের মধ্যে রয়েছে মহাসড়কের পাশে নালা নির্মাণকাজ। মহাসড়কের দুই পাশে যে নালা নির্মাণ করা হয়েছে, তা অত্যন্ত সরু। অনেক এলাকায় নালার নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও চলমান। অনেক এলাকায় নালার ওপরে ঢাকনা নেই। ফলে পানি জমে এসব ম্যানহোল পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। আবার বিআরটি ও গাজীপুর সিটি করপোরেশন সমন্বয় না করে এই উন্নয়নমূলক কাজ চলায় জমে থাকা পানিনিষ্কাশন হচ্ছে না। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের ওপর প্রায় হাঁটু পানি জমে গেছে। এ কারণে মহাসড়কে দিনভর যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সীমাহীন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিঘ্নিত হয়েছে। মহাসড়কের পানি দ্রুত নেমে গেলে জনদুর্ভোগ কম হবে।’
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম জানান, ‘বেশি মাত্রায় বৃষ্টিপাত হওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জরুরিভাবে পানিনিষ্কাশনের জন্য আমরা কাজ করছি, দ্রুতই পানি নেমে যাবে। তা ছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমে থাকা পানিনিষ্কাশনের দায়িত্ব বিআরটি প্রকল্পের। উন্নয়নকাজের জন্য অনেক স্থানে খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। মহাসড়কের কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
এ দিকে দিনভর ভারী বৃষ্টিতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জানা গেছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা ও ৫ নম্বর ওয়ার্ডের গিলারচালা গ্রামে দুটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে হাঁটুপানি জমে যায়। এতে গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে বেড়াইদের চালা গ্রামের সংযোগ সড়কের দুই পাশে বাসাবাড়িতে পানি ঢুকে যায়।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট হালিম মিয়া বলেন, ‘পৌরসভায় পানিনিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমার ঘরেও পানি ঢুকেছে। এ বিষয়ে বহুবার পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হলেও আজ পর্যন্ত সমাধান চেষ্টা করা হয়নি।’
শ্রীপুর পৌরমেয়র আনিছুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ চলছে। পর্যায়ক্রমে সব সড়কের কাজ শেষ হলে নাগরিক সেবা নিশ্চিত হবে। কি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
দিনভর ভারী বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুর মহানগর ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের পরিকল্পিত এবং সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
দ্রুত পানিনিষ্কাশনে গাজীপুর সিটি করপোরেশন ও শ্রীপুর পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন পানিনিষ্কাশনের জন্য ৫৭০ কিলোমিটার নালা নির্মাণ করেছে। অপরিকল্পিতভাবে এসব নালা নির্মাণের কারণে পানিনিষ্কাশন হচ্ছে না। নালা কোথাও কোথাও সড়কের চেয়ে উঁচু, আবার কোথাও নালার পানিপ্রবাহের ঢাল একমুখী না হওয়ায় বা তলদেশ উঁচুনিচু হওয়ায় পানি নামতে পারছে না। ফলে অনেক এলাকায় নালার পানি সড়কে চলে এসেছে।
সরেজমিনে দেখা গেছে, বর্ষার শুরুতে দিনভর বৃষ্টির কারণে মহানগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা, সড়ক মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালা দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় পচা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা সড়কে বেরিয়ে এসেছে।
এ দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চলমান বিআরটি প্রকল্পের কারণে ফুটপাথে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি এ প্রকল্পের মধ্যে রয়েছে মহাসড়কের পাশে নালা নির্মাণকাজ। মহাসড়কের দুই পাশে যে নালা নির্মাণ করা হয়েছে, তা অত্যন্ত সরু। অনেক এলাকায় নালার নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও চলমান। অনেক এলাকায় নালার ওপরে ঢাকনা নেই। ফলে পানি জমে এসব ম্যানহোল পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। আবার বিআরটি ও গাজীপুর সিটি করপোরেশন সমন্বয় না করে এই উন্নয়নমূলক কাজ চলায় জমে থাকা পানিনিষ্কাশন হচ্ছে না। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের ওপর প্রায় হাঁটু পানি জমে গেছে। এ কারণে মহাসড়কে দিনভর যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সীমাহীন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিঘ্নিত হয়েছে। মহাসড়কের পানি দ্রুত নেমে গেলে জনদুর্ভোগ কম হবে।’
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম জানান, ‘বেশি মাত্রায় বৃষ্টিপাত হওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জরুরিভাবে পানিনিষ্কাশনের জন্য আমরা কাজ করছি, দ্রুতই পানি নেমে যাবে। তা ছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমে থাকা পানিনিষ্কাশনের দায়িত্ব বিআরটি প্রকল্পের। উন্নয়নকাজের জন্য অনেক স্থানে খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। মহাসড়কের কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
এ দিকে দিনভর ভারী বৃষ্টিতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জানা গেছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা ও ৫ নম্বর ওয়ার্ডের গিলারচালা গ্রামে দুটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে হাঁটুপানি জমে যায়। এতে গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে বেড়াইদের চালা গ্রামের সংযোগ সড়কের দুই পাশে বাসাবাড়িতে পানি ঢুকে যায়।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট হালিম মিয়া বলেন, ‘পৌরসভায় পানিনিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমার ঘরেও পানি ঢুকেছে। এ বিষয়ে বহুবার পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হলেও আজ পর্যন্ত সমাধান চেষ্টা করা হয়নি।’
শ্রীপুর পৌরমেয়র আনিছুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ চলছে। পর্যায়ক্রমে সব সড়কের কাজ শেষ হলে নাগরিক সেবা নিশ্চিত হবে। কি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে