তাসনীম হাসান, চট্টগ্রাম
সকাল থেকেই চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কলেজ কেন্দ্রে ব্যস্ততা। এইচএসসি পরীক্ষার এই কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যস্ততার কমতি ছিল না। এত ব্যস্ততার ভিড়েও সবার মন পড়ে ছিল একটি শূন্য আসনের কথা। ওই আসনের পরীক্ষার্থী গতকাল সোমবার আসেননি। আসবেন না আর কোনো দিন। তিনি সাতরাজ উদ্দিন শাহীন। স্বপ্ন ছিল পাইলট হবেন। গত শনিবার খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে তিনি নিহত হন।
মৃত্যুর আগে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাতরাজ। গতকাল সোমবার হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষায় আর অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনায় নগরের পাহাড়তলী কলেজের এই ছাত্রের একটা পরীক্ষা দিয়েই থেমে গেল পাইলট হওয়ার স্বপ্ন।
গতকাল সাতরাজের শূন্যতা অনুভব করছেন বন্ধু আর শিক্ষকেরা। তাঁর বন্ধুরা জানিয়েছেন, নাসিরাবাদ মহিলা কলেজের ২২৪ নম্বর কক্ষে ছিল সাতরাজের বসার আসন। গতকাল পরীক্ষা চলার সময় বন্ধুদের চোখ বারবার ঘুরেফিরে গেছে সাতরাজের সেই আসনের দিকে।
সাতরাজের বন্ধু মেহেদী হোসেন ভূঁইয়ার পরীক্ষা ভালো হয়েছে, এরপরও তাঁর মন খারাপ। গতকাল বিকেলে কথা বলার সময় বারবার তাঁর কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল। ফোনে মেহেদী বলেন, ‘নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিয়েছি বটে, কিন্তু আমাদের কারও মন ভালো নেই। পরীক্ষার সময় বারবার সাতরাজকে খুঁজছিলাম।’
সহপাঠী হারানো মেহেদী বলেন, ‘প্রথম পরীক্ষার দিন সাতরাজের সঙ্গে কত মজা করলাম। আমার পকেটে একটা ৫০০ টাকার নোট ছিল। সাতরাজ সেটি নিয়ে বলল, বন্ধু নাশতা করব। আমিও সায় দিলাম। কিন্তু পরীক্ষা শুরুর আগে সেই টাকাটা ফেরত দিয়ে সে পরীক্ষার হলে ঢুকে গেল। এরপর আর দেখা হলো না। এসব মনে পড়লে খুব কষ্ট হয়।’
সাতরাজের জন্য মন পুড়ছে শিক্ষকদেরও। কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেন, ‘সাতরাজকে এভাবে হারানো দুর্ভাগ্যজনক। বেঁচে থাকলে সে আজ (সোমবার) পরীক্ষায় অংশ নিত। কিন্তু ওকে তো বাঁচতে দিল না। আমরা সবাই সাতরাজকে তো মিস করছিই। সঙ্গে তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সান্ত্বনা দিয়ে যাচ্ছি।’
সকাল থেকেই চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কলেজ কেন্দ্রে ব্যস্ততা। এইচএসসি পরীক্ষার এই কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের ব্যস্ততার কমতি ছিল না। এত ব্যস্ততার ভিড়েও সবার মন পড়ে ছিল একটি শূন্য আসনের কথা। ওই আসনের পরীক্ষার্থী গতকাল সোমবার আসেননি। আসবেন না আর কোনো দিন। তিনি সাতরাজ উদ্দিন শাহীন। স্বপ্ন ছিল পাইলট হবেন। গত শনিবার খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে তিনি নিহত হন।
মৃত্যুর আগে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাতরাজ। গতকাল সোমবার হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষায় আর অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনায় নগরের পাহাড়তলী কলেজের এই ছাত্রের একটা পরীক্ষা দিয়েই থেমে গেল পাইলট হওয়ার স্বপ্ন।
গতকাল সাতরাজের শূন্যতা অনুভব করছেন বন্ধু আর শিক্ষকেরা। তাঁর বন্ধুরা জানিয়েছেন, নাসিরাবাদ মহিলা কলেজের ২২৪ নম্বর কক্ষে ছিল সাতরাজের বসার আসন। গতকাল পরীক্ষা চলার সময় বন্ধুদের চোখ বারবার ঘুরেফিরে গেছে সাতরাজের সেই আসনের দিকে।
সাতরাজের বন্ধু মেহেদী হোসেন ভূঁইয়ার পরীক্ষা ভালো হয়েছে, এরপরও তাঁর মন খারাপ। গতকাল বিকেলে কথা বলার সময় বারবার তাঁর কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল। ফোনে মেহেদী বলেন, ‘নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিয়েছি বটে, কিন্তু আমাদের কারও মন ভালো নেই। পরীক্ষার সময় বারবার সাতরাজকে খুঁজছিলাম।’
সহপাঠী হারানো মেহেদী বলেন, ‘প্রথম পরীক্ষার দিন সাতরাজের সঙ্গে কত মজা করলাম। আমার পকেটে একটা ৫০০ টাকার নোট ছিল। সাতরাজ সেটি নিয়ে বলল, বন্ধু নাশতা করব। আমিও সায় দিলাম। কিন্তু পরীক্ষা শুরুর আগে সেই টাকাটা ফেরত দিয়ে সে পরীক্ষার হলে ঢুকে গেল। এরপর আর দেখা হলো না। এসব মনে পড়লে খুব কষ্ট হয়।’
সাতরাজের জন্য মন পুড়ছে শিক্ষকদেরও। কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেন, ‘সাতরাজকে এভাবে হারানো দুর্ভাগ্যজনক। বেঁচে থাকলে সে আজ (সোমবার) পরীক্ষায় অংশ নিত। কিন্তু ওকে তো বাঁচতে দিল না। আমরা সবাই সাতরাজকে তো মিস করছিই। সঙ্গে তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সান্ত্বনা দিয়ে যাচ্ছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে