কাপ্তাইয়ে শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘মুক্তি সোপান’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৩
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৬

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘মুক্তি সোপান’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। কাপ্তাই থানা সংলগ্ন নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। গতকাল সোমবার বিকেলে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনসহ নানা শ্রেণী পেশার লোকজন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত