মূল্যছাড়ে স্মার্টফোন কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০১
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৩৮

পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ফোন ও ট্যাব। 

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে (বিআইসিসি) স্মার্টফোন ও ট্যাব মেলা। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় প্রচুর ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়। এবারের মেলায় উপহার, ক্যাশ ব্যাকসহ নানা উপহার দেওয়া হচ্ছে। মেলায় মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় রাখা হয়েছে একটি ফাইভজি জোন। সেখানে দর্শনার্থীরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পারছেন। ১৭টি প্যাভিলিয়ন ও স্টল নিয়ে স্মার্টফোন ও ট্যাবের এই মেলা চলবে আজ শনিবার পর্যন্ত।

গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন আরিফুল ইসলাম। তিনি মেলায় ভিভোর স্টল থেকে একটি হ্যান্ডসেট কেনেন। এরপর লটারির মাধ্যমে পেয়ে যান পাঁচ হাজার টাকার ক্যাশ ব্যাক। মেলা উপলক্ষে ভিভোর রয়েছে এই বিশেষ গিফট ও ক্যাশ ব্যাক সুবিধা।

শুধু ভিভো নয়, তিন দিনের এ আয়োজনে অংশগ্রহণ করা প্রতিটি প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য রেখেছে নান রকম অফার। স্টল থেকে যেকোনো ব্র্যান্ডের মোবাইল ফোন কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এর সঙ্গে থাকছে হরেক রকমের উপহার। এ ছাড়া মোবাইল ফোন কিনে তাৎক্ষণিক লটারিতে ৩২ ইঞ্চি এলইডি টিভি জেতার সুযোগও দেওয়া হচ্ছে।তবে গতকাল সকালে মেলায় ক্রেতার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর সেটা বাড়তে থাকে।

এ বিষয়ে মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় সব সময় অফার ও উপহার থাকেই। প্রতিবারের মতো এবারও মেলায় আকর্ষণীয় ছাড় ও উপহার রয়েছে। ডিসকাউন্ট অফার কোম্পানিভেদে ভিন্ন হয়। স্যামসাং মোবাইল কোম্পানি ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এটা একটা বড় অফার।’

অপোর স্টলে সাতটি নতুন মডেলের স্মার্টফোনে এক থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।  রয়েছে লটারির মাধ্যমে অপো ফোন বিনা মূল্যে জেতার সুযোগ। আর ভিভোর ভাগ্যবান ক্রেতা পেয়ে যেতে পারেন ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক। এ ছাড়া নির্দিষ্ট চারটি ব্যাংকের গ্রাহকেরা শূন্য সুদে কিস্তিতে কিনতে পারবেন যেকোনো মডেলের ফোন। টাকা পরিশোধের জন্য সময় পাবেন ছয় মাস। মেলায় রিয়েলমির যেকোনো মোবাইল ফোন কিনলেই দেওয়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা ছাড়। রয়েছে বিভিন্ন ধরনের উপহার। টেকনো মোবাইল ফোনে দেওয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়। সঙ্গে আছে উপহার। ওয়ান প্লাসের মোবাইলে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা ছাড়। এ ছাড়া মোবাইল এক্সেসরিজগুলোতে দেওয়া হচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়।

শাওমির যেকোনো ফাইভজি ডিভাইস কিনলেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার টাকা ছাড়। অন্যান্য মোবাইলের ক্ষেত্রেও রয়েছে এক থেকে চার হাজার টাকার ছাড়। স্যামসাংয়ের যেকোনো মোবাইলের ওপরে দেওয়া হচ্ছে ৮ শতাংশ ছাড়। ছাত্রদের জন্য রয়েছে ১০ শতাংশ ছাড়। এই ১০ শতাংশ ছাড় পেতে হলে দেখাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড। এ ছাড়া স্যামসাং মোবাইলের এস ২০ আলট্রা, এস ২১ প্লাস এবং এস ২১ প্লাস মডেলগুলোতে রয়েছে ৪০ থেকে ৬০ হাজার টাকা ছাড়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত