নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় ‘মীমাংসা’ বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সন্তুষ্টির কথা জানা গিয়েছিল। তবে আপাত স্তিমিত সেই দ্বন্দ্ব ফের জেগে ওঠার আভাস মিলেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর এক ঘোষণায়।
গত ১৬ জানুয়ারি ওই সভা হওয়ার পর রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও নানা গণমাধ্যমে রেজাউল করিম চৌধুরী দাবি করেন, ইউনিট সম্মেলন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগসহ নানা বিষয় তদারকির জন্য ছয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার প্রধান সমন্বয়ক হয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব নিয়েই রেজাউল করিম গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবে না। তাঁর এ ঘোষণায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
যদিও ওই সভায় ছয় সদস্যের কমিটিতে কাউকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওয়ার্ড সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।
রেজাউল করিম চৌধুরীর এমন দাবিতে বিস্মিত হয়েছেন সেদিনের সভায় সভাপতিত্ব করা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রিভিউ কমিটিতে কাউকে আহ্বায়ক কিংবা প্রধান সমন্বয়ক করা হয়নি। এই কমিটির কাজ চলবে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন ভাইয়ের পরামর্শে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বাকিরা সহযোগিতা করবেন তাঁকে। ইউনিট কমিটি নিয়ে আসা নানা অভিযোগের সমাধান দেবে এই কমিটি।’
রিভিউ কমিটিতে রেজাউলকে রাখা হলেও আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও কেন এই জ্যেষ্ঠ নেতা নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকে বলছেন, মেয়র নির্বাচিত হলেও চট্টগ্রামের রাজনীতিতে রেজাউলের কর্মী-সমর্থক কম। নিজেকে আলোচনায় রাখতেই তিনি এমন বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভায় দুপক্ষের বিরোধ কিছুটা মিটলেও এখন তাঁর বক্তব্যের পর সেটি থাকল না।
মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতা হিসেবে রেজাউল করিমের পরিচিতি আছে। বিবাদমান অন্য পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজাউলের এমন দাবির বিষয়ে নাছির সরাসরি কিছু বলেননি। তবে নাছিরের অফিসিয়াল ফেসবুক পেজে রেজাউলের বানোয়াট দাবির বিষয়ে বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদন শেয়ার দেওয়া হয়েছে। তা থেকেই বোঝা যায় এ ঘটনায় নাছির সংক্ষুব্ধ।
কেন এমন দাবি করলেন, তা জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় ‘মীমাংসা’ বৈঠকের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সন্তুষ্টির কথা জানা গিয়েছিল। তবে আপাত স্তিমিত সেই দ্বন্দ্ব ফের জেগে ওঠার আভাস মিলেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীর এক ঘোষণায়।
গত ১৬ জানুয়ারি ওই সভা হওয়ার পর রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও নানা গণমাধ্যমে রেজাউল করিম চৌধুরী দাবি করেন, ইউনিট সম্মেলন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগসহ নানা বিষয় তদারকির জন্য ছয় সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার প্রধান সমন্বয়ক হয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্ব নিয়েই রেজাউল করিম গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবে না। তাঁর এ ঘোষণায় বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
যদিও ওই সভায় ছয় সদস্যের কমিটিতে কাউকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ওয়ার্ড সম্মেলনের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয় সভায়।
রেজাউল করিম চৌধুরীর এমন দাবিতে বিস্মিত হয়েছেন সেদিনের সভায় সভাপতিত্ব করা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রিভিউ কমিটিতে কাউকে আহ্বায়ক কিংবা প্রধান সমন্বয়ক করা হয়নি। এই কমিটির কাজ চলবে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন ভাইয়ের পরামর্শে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বাকিরা সহযোগিতা করবেন তাঁকে। ইউনিট কমিটি নিয়ে আসা নানা অভিযোগের সমাধান দেবে এই কমিটি।’
রিভিউ কমিটিতে রেজাউলকে রাখা হলেও আলাদা করে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরপরও কেন এই জ্যেষ্ঠ নেতা নিজেকে প্রধান সমন্বয়ক দাবি করে গণমাধ্যমে বক্তব্য দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকে বলছেন, মেয়র নির্বাচিত হলেও চট্টগ্রামের রাজনীতিতে রেজাউলের কর্মী-সমর্থক কম। নিজেকে আলোচনায় রাখতেই তিনি এমন বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভায় দুপক্ষের বিরোধ কিছুটা মিটলেও এখন তাঁর বক্তব্যের পর সেটি থাকল না।
মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতা হিসেবে রেজাউল করিমের পরিচিতি আছে। বিবাদমান অন্য পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রেজাউলের এমন দাবির বিষয়ে নাছির সরাসরি কিছু বলেননি। তবে নাছিরের অফিসিয়াল ফেসবুক পেজে রেজাউলের বানোয়াট দাবির বিষয়ে বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদন শেয়ার দেওয়া হয়েছে। তা থেকেই বোঝা যায় এ ঘটনায় নাছির সংক্ষুব্ধ।
কেন এমন দাবি করলেন, তা জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে