বাজারে আলুর মূল্যবৃদ্ধি কৃষকের মুখে হাসি

জসিম উদ্দিন, নীলফামারী
প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০৬: ৫৫
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৪৯

বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় নীলফামারীর চাষিদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহের ব্যবধানে এখন খেত থেকেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। এতে একর প্রতি ৪০ হাজার টাকা লাভের মুখ দেখছেন আলুচাষিরা।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামের আলুচাষি সাহেব আলী। তিনি ৬০ শতক জমি এক বছরের জন্য ১২ হাজার টাকায় চুক্তি নিয়ে কার্ডিনাল জাতের আলু চাষ করেছেন।

কথা হলে তিনি জানান, আলু চাষ করতে প্রায় ৪৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে জমি চাষ, আলু বীজ, সার, শ্রমিকের মজুরি, কীটনাশক, নিড়ানি, পানি সেচ রয়েছে।

আলুচাষি সাহেব আলী আরও জানান, অসময়ের বৃষ্টিতে তাঁর আলুখেত তিন দিন ডুবে ছিল। এ সময় বাজারে আলুর কেজি ৪-৫ টাকা থাকায় নিশ্চিত লোকসানের আশঙ্কায় খেতের পরিচর্যা করেননি। কিন্তু এখন খেত থেকে আলু তুলতে গিয়ে বাম্পার ফলন দেখে হতবাক হয়েছেন। ৬০ শতকের জমিতে আলু পেয়েছেন ১২০ মণ। বর্তমান বাজারে যার দাম ৭২ হাজার টাকা। সে হিসেবে সব খরচ বাদে ২৪ হাজার টাকা লাভ হবে।

নীলফামারী সদরের বাবুর হাট এলাকার আলুচাষি ইদ্রিশ আলী বলেন, ‘যখন খেতে আলু ছিল তখন দাম পেলাম না, আর এখন বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি। বৃষ্টির ফলে এক একর জমির অপরিপক্ব আলু তুলে পানির দরে বিক্রি করতে হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’

জলঢাকা বাজারের আলু বিক্রেতা টুলটুল মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে আলুর দাম বাড়ছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ১৬ থেকে ১৮ টাকা দরে ক্রয় করতে হচ্ছে।

তিনি জানান, যে হারে আলুর দাম বাড়ছে, তাতে আগামী ৮ / ১০ দিনের মধ্যে খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকার বেশি দামে কিনতে হবে ক্রেতাদের।

সৈয়দপুর পৌর সবজি বাজারের আড়তদার বজলার রহমান আজকের পত্রিকাকে জানান, দেড় সপ্তাহ আগে বৃষ্টির কারণে অনেক আলুখেত নষ্ট হয়েছে। লোকসানের ভয়ে অনেক চাষি অপরিপক্ব আলু তুলে বিক্রি করেছেন। এ ছাড়া প্রতি বছর এ সময়ে গ্রামে গ্রামে মৌসুমি ব্যবসায়ীরা আলু মজুত করে থাকেন। এতে বাজারে আলুর সংকট দেখা দিয়েছে। এ কারণে বাড়ছে দাম।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এবার বৃষ্টির কারণে আলু চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে। তবে আলুখেতে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করা এবং খেতের পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকতে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে বাজারে আলুর দাম বাড়ায় লাভবান হচ্ছেন চাষিরা।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত