কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে জনবলসংকট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৫৩

পটুয়াখালীর কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনটি জনবলসংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অধিক্ষেত্রে দুটি থানা শহর, দুটি পৌরশহর, কুয়াকাটা পর্যটন নগরী, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর এলাকা পড়ে।

কিন্তু জনবল সংকট থাকায় এ স্টেশনটি জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না এমনটাই দাবি স্থানীয়দের।

জানা যায়, কলাপাড়ায় সি গ্রেডের ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপন করা হয় ২০১৩ সালে। স্টেশনে রয়েছেন ১ জন স্টেশন অফিসার, ১ জন টিম লিডার, ২ জন ড্রাইভার। এখানে ফায়ার ফাইটারের পদ ১০টি থাকলেও রয়েছেন ৮ জন। এতে ফায়ার সার্ভিস স্টেশনটি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এ ছাড়া স্টেশনটিতে রয়েছে গাড়ি সংকট, আবাসন সংকট, জরাজীর্ণ স্টেশন ভবন এবং ব্যবহার অনুপযোগী শৌচাগার।

এদিকে সম্প্রতি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি বাজারসহ কুয়াকাটা পৌর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এতে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটারদের পেশাগত দায়িত্ব পালন, দক্ষতা ও বিলম্বে দুর্ঘটনা স্থলে পৌঁছানো নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, ‘অধিক্ষেত্র এলাকা বিবেচনায় জনবল ও গাড়ির অপর্যাপ্ততা রয়েছে। এ ছাড়া স্টেশন ভবনটি জরাজীর্ণ। আবাসন সংকটের পাশাপাশি শৌচাগারটিও ব্যবহার অনুপযোগী। এলাকার পরিধি বিবেচনায় এখানে এ অথবা বি গ্রেডের ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত