আজকের পত্রিকা ডেস্ক
সারা দেশের মতো তিন পার্বত্য জেলায়ও ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর।
বান্দরবান: জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।’
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। এ সময় আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানচি: বান্দরবানে থানচিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মাধ্যমে গতকাল ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয় থানচিতে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, সহ সম্পাদক সূজন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি: র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হলের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যান মিত্র বুড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহজেলা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
রামগড়: খাগড়াছড়ির রামগড়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় থানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অর্পণের পর নানিয়ারচর উপজেলায় আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কাপ্তাই: নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী।
লংগদু: লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হয়েছে। উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী।
সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী।
সারা দেশের মতো তিন পার্বত্য জেলায়ও ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর।
বান্দরবান: জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।’
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। এ সময় আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানচি: বান্দরবানে থানচিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মাধ্যমে গতকাল ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয় থানচিতে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, সহ সম্পাদক সূজন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি: র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হলের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যান মিত্র বুড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহজেলা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
রামগড়: খাগড়াছড়ির রামগড়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় থানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অর্পণের পর নানিয়ারচর উপজেলায় আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কাপ্তাই: নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী।
লংগদু: লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হয়েছে। উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী।
সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে