Ajker Patrika

সড়কের ওপর ইট, বালু

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০: ১০
সড়কের ওপর ইট, বালু

বরিশালের আগৈলঝাড়া-খুলনা-যশোর মহাসড়কের পাশে ইট, বালু ও গাছ রেখে ব্যবসা ফেঁদে বসেছেন ব্যবসায়ীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন দেখা যায়, ব্যবসায়ীরা সড়ক দখল করে কোথাও ইট, কোথাও বালু, পাথর, সুরকি ও গাছ রেখে বেচাকেনা করছেন। এ ছাড়া অনেক দোকান ও প্রতিষ্ঠানের সামনের সড়কে রেখে দিয়েছে গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি। এসব কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা মারুফ হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও প্রকাশ্যেই সড়কটি দখল করে প্রভাবশালীরা ইট-বালু, পাথর ও গাছ রেখে ব্যবসা করছে।

উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, নীমতলা, রথখোলা, ফুল্লশ্রী, বড়মগড়া, জোবারপাড়, পয়সারহাট, বাশাইল, রাজিহার, রতনপুর, ছয়গ্রাম, মোল্লাপাড়া, সাহেবেরহাট, বারপাইকা, বাগধাসহ আরও কয়েকটি স্থান ইট-বালুতে দখল হয়ে আছে সড়কের পাশে। সবচেয়ে বেশি দখলে আছে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের অংশ। মালামাল আনলোডের সময় একসঙ্গে ১০-১৫টি কিংবা এর চেয়েও বেশি গাড়ি রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, রথখোলা বাসস্ট্যান্ডে হালিম সরদার, পনু সরদার, নান্টু মোল্লা, রুহুল সরদার, ফিরোজ মোল্লার সড়কের দুই পাশে ইট, বালু ও সিমেন্টের দোকান আছে।

পূর্ব সুজনকাঠী গ্রামের আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। সড়কে বালু রাখায় সারা দিনই ধুলাবালি ওড়ে। আশপাশে যাদের ঘর রয়েছে তাদের ঘরের জানালা খুললেই ভেতরে চলে আসে বালু।

ভ্যান চালক শাহিন ফকির বলেন, সম্প্রতি রথখোলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়কের ওপর পাথর রাখায় সুজনকাঠি গ্রামের হেমায়েত মোল্লা মোটরসাইকেল নিয়ে পাথরের ওপর পিছলে পরে মারা যান।

ফুটপাতে ইট-বালু রাখায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন ব্যবসায়ী হালিম সরদার বলেন, সড়কের আশপাশে কোনো জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে এখানে ইট-বালু রেখেছি।

অপর ব্যবসায়ী রুহুল সরদার বলেন, ‘আমরা সড়কের পাশে থাকা ইট-বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাব।’

গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, মহাসড়কের পাশে বিভিন্ন ব্যবসায়ী ইট-বালু এবং গাছ রেখে দখল করে আছে। কয়েক বার লোকজন নিয়ে সেগুলো সরিয়ে দিয়েছি। পরে আবারও দখল হয়ে যায়। পুলিশ এগুলো দেখার কথা থাকলেও তারা কিছুই করছে না।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দখল করে কোনো ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করতে পারবেন না। পুলিশ যতটুকু সম্ভব সড়ক পরিষ্কার রাখার ব্যবস্থা রাখবে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, মহাসড়ক অথবা উপজেলার বিভিন্ন সড়ক দখল করে অনেকেই নানা ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্মাণ সামগ্রী সড়কের ওপর রাখার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের নির্মাণ সামগ্রী নির্দিষ্ট স্থানে নিয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। এরপরও যদি কোনো ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত