অসুস্থতার ভান করে অটোরিকশা ছিনতাই ছিল তাঁদের পেশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৫৯
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪১

নগরীর সড়কে অসুস্থতার ভান করে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে নগরীর বায়েজিদের আনন্দবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তাঁরা সেখানে ছিনতাই করা অটোরিকশা বিক্রির জন্য এসেছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার হাটহাজারীর শাহাব উদ্দীন (২৪) ও মো. আলাউদ্দিন (২৯)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আসামিরা গভীর রাতে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে নির্দিষ্ট সিএনজিচালিত অটোরিকশাকে টার্গেট করতেন। পরে হঠাৎ অসুস্থ হওয়ার ভান ধরে একজন পড়ে যেতেন। এ সময় অন্যজন টার্গেট করা অটোরিকশা দাঁড় করিয়ে ‘অসুস্থ’ সহযোগীকে হাসপাতালের নিয়ে যাওয়ার কথা বলে দ্রুত উঠে পড়তেন।

হাসপাতালে যাওয়ার পথে নির্জন জায়গায় চালককে মারধর করে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন তাঁরা। পরে অটোরিকশা বিক্রি করে দিতেন।

ওসি বলেন, গতকালও চক্রটির সদস্যরা একইভাবে একটি অটোরিকশা ছিনতাই শেষে বিক্রি করতে যান। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত