নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেয়ালে বা বেড সাইড টেবিলে রাখা ছবির ফ্রেমগুলোর সঠিক যত্ন নিচ্ছেন তো? ঠিকভাবে যত্ন না নিলে এসব ফ্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।
আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে দেয়ালের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে বা জানালার পাশে যেখানে বাতাস চলাচল করে, সেখানে ছবির ফ্রেম রাখবেন না। এমন জায়গায় রাখলে ফ্রেমের কাচের নিচের অংশ ঘেমে যাবে ও ভেতরে ধুলোবালি জমা হতে থাকবে। মোটকথা, তাপ ও তীব্র বাতাস থেকে দূরে রাখলেই ছবির ফ্রেম ও ছবি ভালো থাকবে।
নিয়মিত পরিষ্কার
নিয়মিত আলতো হাতে কাঠের ফ্রেম মুছে নিন। কাঠের ফ্রেমে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। কাঠের ফ্রেমের নকশায় ধুলো জমলে পরে পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তা ছাড়া এতে ফ্রেমে উজ্জ্বলতাও কমে আসে।
ফ্রেম অনুযায়ী যত্ন
ছবির ফ্রেম প্লাস্টিক ফাইবার, কাঠ, ধাতব ও চামড়ার হতে পারে। ফলে একেক ধরনের ফ্রেম পরিষ্কারের উপায় একেক রকম। ধাতব ফ্রেম হলে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। অন্যদিকে কাঠের ফ্রেম পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে নরম সুতির কাপড়। চামড়ার ফ্রেম পরিষ্কার করার জন্য বাজারে বিশেষ পরিষ্কারক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে।
ফ্রেমের কাচ পরিষ্কারে সতর্কতা
কাচের ওপর সরাসরি গ্লাস ক্লিনিং স্প্রে না দিয়ে পাতলা সুতির কাপড়ের ওপর স্প্রে করুন। কারণ সরাসরি কাচের ওপর স্প্রে করলে ধীরে ধীরে তরল রাসায়নিক কাচের নিচের অংশে জমা হয়। এতে ভেতরকার ছবি নষ্ট হয়ে যেতে পারে।
সূত্র: ফ্রেম ইট ইজি
দেয়ালে বা বেড সাইড টেবিলে রাখা ছবির ফ্রেমগুলোর সঠিক যত্ন নিচ্ছেন তো? ঠিকভাবে যত্ন না নিলে এসব ফ্রেম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।
আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে দেয়ালের ওপর সরাসরি সূর্যের আলো পড়ে বা জানালার পাশে যেখানে বাতাস চলাচল করে, সেখানে ছবির ফ্রেম রাখবেন না। এমন জায়গায় রাখলে ফ্রেমের কাচের নিচের অংশ ঘেমে যাবে ও ভেতরে ধুলোবালি জমা হতে থাকবে। মোটকথা, তাপ ও তীব্র বাতাস থেকে দূরে রাখলেই ছবির ফ্রেম ও ছবি ভালো থাকবে।
নিয়মিত পরিষ্কার
নিয়মিত আলতো হাতে কাঠের ফ্রেম মুছে নিন। কাঠের ফ্রেমে ধুলোবালি জমতে দেওয়া যাবে না। কাঠের ফ্রেমের নকশায় ধুলো জমলে পরে পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তা ছাড়া এতে ফ্রেমে উজ্জ্বলতাও কমে আসে।
ফ্রেম অনুযায়ী যত্ন
ছবির ফ্রেম প্লাস্টিক ফাইবার, কাঠ, ধাতব ও চামড়ার হতে পারে। ফলে একেক ধরনের ফ্রেম পরিষ্কারের উপায় একেক রকম। ধাতব ফ্রেম হলে ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। অন্যদিকে কাঠের ফ্রেম পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে নরম সুতির কাপড়। চামড়ার ফ্রেম পরিষ্কার করার জন্য বাজারে বিশেষ পরিষ্কারক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে।
ফ্রেমের কাচ পরিষ্কারে সতর্কতা
কাচের ওপর সরাসরি গ্লাস ক্লিনিং স্প্রে না দিয়ে পাতলা সুতির কাপড়ের ওপর স্প্রে করুন। কারণ সরাসরি কাচের ওপর স্প্রে করলে ধীরে ধীরে তরল রাসায়নিক কাচের নিচের অংশে জমা হয়। এতে ভেতরকার ছবি নষ্ট হয়ে যেতে পারে।
সূত্র: ফ্রেম ইট ইজি
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪