সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের বাজারগুলোতে রমজানের শুরুতেই বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ধনেপাতা, গাজর, পেঁপের দামও চড়া। এসব সবজি কিনতে দিশেহারা ক্রেতা।
গতকাল সবজির বাজারে দেখা গেছে, মানভেদে মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশির ভাগ বাজারে এর দাম ছিল ৩০-৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে আড়তগুলোতে।
এদিকে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়সের কেজিও ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০-২৫ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০-৫০ টাকা হয়েছে। ২৫-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। সবজির পাশাপাশি বেড়েছে শাকের। পুঁইশাকের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।
শহরের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০, আর খাসির ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ‘তিন দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা দরে। রমজান এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।’
শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মো. মনির বলেন, ‘কয়েক দিন আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকায়। রমজান উপলক্ষে এখন ৩০০ টাকার ওপরে আনতে হচ্ছে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। গত রোববার কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাঁকে জরিমানা করেছি। মরিচের বিষয়টি দেখব।’
মুন্সিগঞ্জের বাজারগুলোতে রমজানের শুরুতেই বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ধনেপাতা, গাজর, পেঁপের দামও চড়া। এসব সবজি কিনতে দিশেহারা ক্রেতা।
গতকাল সবজির বাজারে দেখা গেছে, মানভেদে মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে বেশির ভাগ বাজারে এর দাম ছিল ৩০-৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে আড়তগুলোতে।
এদিকে পটোলের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। গত সপ্তাহে ৬০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৭০-৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়সের কেজিও ৮০-৯০ টাকা, গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাকা টমেটো ও শসার। গত সপ্তাহে ২০-২৫ টাকায় বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৪০-৫০ টাকা হয়েছে। ২৫-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে হয়েছে ৬০-৭০ টাকা। সবজির পাশাপাশি বেড়েছে শাকের। পুঁইশাকের কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা।
শহরের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা কর্ক মুরগির কেজি ২৮০ থেকে ২৯০ টাকা। গরুর মাংস ৬৫০, আর খাসির ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কোটগাঁওয়ের বাসিন্দা মন্টু বলেন, ‘তিন দিন আগেও মরিচ কিনেছি ৪০ টাকা দরে। রমজান এলেই ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়।’
শহরের কাচারিতে তরকারি বিক্রেতা মো. মনির বলেন, ‘কয়েক দিন আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ আনতাম ১০০ থেকে ১২০ টাকায়। রমজান উপলক্ষে এখন ৩০০ টাকার ওপরে আনতে হচ্ছে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। গত রোববার কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাঁকে জরিমানা করেছি। মরিচের বিষয়টি দেখব।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে