আদালতে মামলার আবেদন তাহেরীর

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ০০
Thumbnail image

ওয়াজ মাহফিল আয়োজনের নামে মিথ্যা প্রচার ও সম্মানহানির অভিযোগে ১৫ জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী। গতকাল বৃহস্পতিবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে হাজির হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন।

অভিযুক্তরা হলেন বালাগঞ্জের পৈলনপুরের মইনুল ইসলাম, মুজিবুর রহমান, মসজিদের ইমাম জয়নাল আবেদীন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেসবুকে শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেসবুকে শেয়ারকারী হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেসবুকে শেয়ারকারী তপু তরফদার, ফেসবুকে শেয়ারকারী নিজাম আহমেদ আকরাম, ফেসবুকে শেয়ারকারী নিজাম উদ্দিন সিদ্দীকি, একে মিডিয়া সিলেট, ফেসবুকে শেয়ারকারী নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের কামরুল ইসলাম জালালি, ফেসবুকে শেয়ারকারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ফেসবুকে শেয়ারকারী ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ গ্রামের মোরশেদ শাহ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের এস এ শামিম ও টিটিভি।

মামলার আবেদনে তাহেরী অভিযোগ করেন, তাঁর সঙ্গে কোনোরকম যোগাযোগ না করেই ২২ মার্চ বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচার চালানো হয়। মাহফিলের পোস্টারেও তাঁর নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে দাবি করে। তবে ওই ব্যক্তিকে তিনি চেনেন না বলে দাবি করেন তাহেরী।

তাহেরি আরও অভিযোগ করেন, মাহফিলের আয়োজকেরা ফেসবুক ও ইউটিউবে তাঁর নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করেন।

তাহেরির আইনজীবী এটিএম ফয়েজ বলেন, আদালত তাহেরীর অভিযোগ গ্রহণ করেছেন। আগামী ৩১ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত