রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে আমেনা বেগম প্রকাশ শারমিন হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা। আদালতে আমেনাকে হত্যার কথা স্বীকার তাঁরা জানান, পরিকল্পিতভাবে কক্সবাজার থেকে কৌশলে রাউজানে এনে গলা টিপে এবং ওড়না দিয়ে পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।
আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় ১ নম্বর আসামি নুরুল ইসলাম প্রকাশ বাদশার জবানবন্দিতে বলেন, হত্যাকাণ্ড ঘটাতে তাঁকে সাহস এবং সহযোগিতা করেছেন মামলার ২ নম্বর আসামি আকতার হোসেন (৩৫) এবং ৩ নম্বর আসামি মেহেরাজ প্রকাশ মিরাজ (২৩)। এঁদের মধ্যে আকতার বাদশার বোনের দেবর। তিনি লালখান বাজারে থাকেন। আর মিরাজ রাউজানের জিয়াবাজার এলাকায় থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়া বাজারে।
জবানবন্দিতে তিনজন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর পরিকল্পনা অনুযায়ী গত ১৯ নভেম্বর শারমিনকে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে বের হন। এভাবে ঘুরে বেড়ানোর ফাঁকে তাঁরা শারমিনকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। এরপর কাপ্তাই রোড ধরে চট্টগ্রাম শহরের দিকে আসার পথে রাউজানের পাহাড়তলি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত নুরুল ইসলাম ও আকতার শারমিনকে গাড়ির ভেতরেই প্রথমে গলা চেপে ধরেন।
পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এরপর পূর্বগুজরা ইউনিয়নের সিকদার ঘাটা সংলগ্ন স্থানে লাশ ফেলে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে তিন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। আমরা আরও বিস্তারিত জানার জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করব।’
রাউজানে গত ২০ নভেম্বর আমেনার লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে আমেনা বেগম প্রকাশ শারমিন হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তাঁরা। আদালতে আমেনাকে হত্যার কথা স্বীকার তাঁরা জানান, পরিকল্পিতভাবে কক্সবাজার থেকে কৌশলে রাউজানে এনে গলা টিপে এবং ওড়না দিয়ে পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।
আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় ১ নম্বর আসামি নুরুল ইসলাম প্রকাশ বাদশার জবানবন্দিতে বলেন, হত্যাকাণ্ড ঘটাতে তাঁকে সাহস এবং সহযোগিতা করেছেন মামলার ২ নম্বর আসামি আকতার হোসেন (৩৫) এবং ৩ নম্বর আসামি মেহেরাজ প্রকাশ মিরাজ (২৩)। এঁদের মধ্যে আকতার বাদশার বোনের দেবর। তিনি লালখান বাজারে থাকেন। আর মিরাজ রাউজানের জিয়াবাজার এলাকায় থাকেন। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়া বাজারে।
জবানবন্দিতে তিনজন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর পরিকল্পনা অনুযায়ী গত ১৯ নভেম্বর শারমিনকে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে বের হন। এভাবে ঘুরে বেড়ানোর ফাঁকে তাঁরা শারমিনকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। এরপর কাপ্তাই রোড ধরে চট্টগ্রাম শহরের দিকে আসার পথে রাউজানের পাহাড়তলি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত নুরুল ইসলাম ও আকতার শারমিনকে গাড়ির ভেতরেই প্রথমে গলা চেপে ধরেন।
পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এরপর পূর্বগুজরা ইউনিয়নের সিকদার ঘাটা সংলগ্ন স্থানে লাশ ফেলে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে তিন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। আমরা আরও বিস্তারিত জানার জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করব।’
রাউজানে গত ২০ নভেম্বর আমেনার লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে