সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার ১৬ দিন পেরিয়ে গেছে। চমেক হাসপাতালের মর্গে থাকা লাশগুলোর কোনটি তাঁদের প্রিয়জনের, তা আজও শনাক্ত করতে পারেননি অনেকেই। ফলে স্বজনদের অপেক্ষায় এখনো চমেক হাসপাতালের মর্গে পড়ে রয়েছে পুড়ে অঙ্গার হওয়া ২০টি মরদেহ। সেই সঙ্গে আলামত সংগ্রহের জন্য এখনো ধ্বংসস্তূপ সরানো হয়নি।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর চমেক হাসপাতালের মর্গে থাকা মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা মরদেহের মধ্যে তিনটি মরদেহ অনেকটা অনুমান করে নিয়ে গেছেন তাঁদের স্বজনেরা। তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন যে ওই লাশগুলো আসলেই তাদের স্বজনের কি না?
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চার ব্যক্তির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে নিখোঁজের ডায়েরি হলেও প্রকৃতপক্ষে মর্গে পড়ে থাকা মরদেহগুলোর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা রয়েছেন বলে ধারণা করছেন তিনি। অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে অঙ্গার হওয়ায় তাঁদের শনাক্ত করতে পারছেন না স্বজনরা। তবে ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলে এ সমস্যার অবসান হয়ে যাবে।
ওসি আবুল কালাম আজাদ আরো বলেন, এত ভয়ানক অগ্নিকাণ্ড সচরাচর ঘটে না। এটি একটি ট্র্যাজেডি। এসব ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে। এখনো বিএম ডিপোর মূল ধ্বংসস্তূপ সরানো হয়নি। সেখানে আরও দেহাবশেষ আছে কি না, কেউ নিশ্চিত না। বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালিয়ে যাওয়ায় মূল ধ্বংসস্তূপ অক্ষুণ্ন রাখা হয়েছে। সবার তদন্ত শেষ হলে সেগুলো সরানো হবে। সে সময় এ বিষয়ে পুরোপুরি ধারণাও পাওয়া যাবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, এই ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি তদন্ত শেষ করতে পারেনি। তারা অব্যাহত তদন্ত চালানোর পাশাপাশি বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন। তদন্ত শেষ হলে হয়তো অনেক কিছু জানা যাবে।
প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে থাকা একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়। ফায়ার ফাইটারসহ ২৩০ জনেরও অধিক মানুষ আহত হন। যার মধ্যে ৮৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার ১৬ দিন পেরিয়ে গেছে। চমেক হাসপাতালের মর্গে থাকা লাশগুলোর কোনটি তাঁদের প্রিয়জনের, তা আজও শনাক্ত করতে পারেননি অনেকেই। ফলে স্বজনদের অপেক্ষায় এখনো চমেক হাসপাতালের মর্গে পড়ে রয়েছে পুড়ে অঙ্গার হওয়া ২০টি মরদেহ। সেই সঙ্গে আলামত সংগ্রহের জন্য এখনো ধ্বংসস্তূপ সরানো হয়নি।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর চমেক হাসপাতালের মর্গে থাকা মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করা মরদেহের মধ্যে তিনটি মরদেহ অনেকটা অনুমান করে নিয়ে গেছেন তাঁদের স্বজনেরা। তারা এখনো পুরোপুরি নিশ্চিত নন যে ওই লাশগুলো আসলেই তাদের স্বজনের কি না?
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চার ব্যক্তির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে নিখোঁজের ডায়েরি হলেও প্রকৃতপক্ষে মর্গে পড়ে থাকা মরদেহগুলোর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা রয়েছেন বলে ধারণা করছেন তিনি। অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে অঙ্গার হওয়ায় তাঁদের শনাক্ত করতে পারছেন না স্বজনরা। তবে ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলে এ সমস্যার অবসান হয়ে যাবে।
ওসি আবুল কালাম আজাদ আরো বলেন, এত ভয়ানক অগ্নিকাণ্ড সচরাচর ঘটে না। এটি একটি ট্র্যাজেডি। এসব ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে। এখনো বিএম ডিপোর মূল ধ্বংসস্তূপ সরানো হয়নি। সেখানে আরও দেহাবশেষ আছে কি না, কেউ নিশ্চিত না। বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালিয়ে যাওয়ায় মূল ধ্বংসস্তূপ অক্ষুণ্ন রাখা হয়েছে। সবার তদন্ত শেষ হলে সেগুলো সরানো হবে। সে সময় এ বিষয়ে পুরোপুরি ধারণাও পাওয়া যাবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, এই ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি তদন্ত শেষ করতে পারেনি। তারা অব্যাহত তদন্ত চালানোর পাশাপাশি বিভিন্ন দিক বিশ্লেষণ করছেন। তদন্ত শেষ হলে হয়তো অনেক কিছু জানা যাবে।
প্রসঙ্গত, গত ৪ জুন শনিবার রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে থাকা একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়। ফায়ার ফাইটারসহ ২৩০ জনেরও অধিক মানুষ আহত হন। যার মধ্যে ৮৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪