দশমিনায় চাঁদা না দেওয়ায় ভাঙচুর ও মারধর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৪৯
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৩

পটুয়াখালীর দশমিনায় চাঁদার দাবিতে মো. সজল খাঁন নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সজল খাঁন উপজেলা ছাত্রদল কমিটির সদস্য ও উপজেলা সদরের পূজাখোলা এলাকার মো. মাহফুজ হোসেন খাঁনের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনয়নের পূজাখোলা এলাকার মো. নজরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আবু সালেহের সঙ্গে ২৮ শতাংশ জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে নজরুল ইসলাম ২ থেকে ৩ মাস আগে ঘর তোলেন। গতকাল ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে গিয়ে উপজেলা ছাত্রদল নেতা সজল খাঁন টাকা দাবি করেন। এ সময় নজরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে সজল তাঁর তোলা ঘর কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

নজরুল ইসলাম বলেন, ‘আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা না দেওয়ায় আমার ঘর ভাঙচুর ও মিস্ত্রিদের মারধর করেন।’

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা মো. সজল খাঁন বলেন, ‘ওই জমি নজরুল ইসলামের না। তিনি অন্যর জমিতে ঘর করেছেন। আমি কাউকে মারধর করিনি।’

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা আগামী রোববার মীমাংসার জন্য দুই ভাইকে বসতে বলেছি। গতকাল কি হয়েছে সে বিষয়ে আমরা জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত