Ajker Patrika

মওলানা ভাসানীকে শ্রদ্ধায় স্মরণ সন্তোষে হাজারো অনুসারী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২: ১৫
মওলানা ভাসানীকে শ্রদ্ধায় স্মরণ সন্তোষে হাজারো অনুসারী

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‘সন্তোষের মোহনা বাংলাদেশের ঠিকানা’ স্লোগানে হাজার হাজার ভক্ত-অনুসারী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সমবেত হন টাঙ্গাইলের সন্তোষে। সকাল সাতটায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরহাদ হোসেন ভাসানীর সমাধিতে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসের কার্যক্রম শুরু করেন।

পরে সহ-উপাচার্য ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে টাঙ্গাইল জেলার সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে ভাসানীর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সব সংগঠন অংশ নেয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরবিক্রমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকির নেতৃত্বে ঢাকা থেকে আসা নেতারা ভাসানীর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম সাংবাদিকদের বলেন, মজলুম জননেতা সারা জীবন অসহায় নির্যাতিত মানুষের জন্য আন্দোলন করে গেছেন। বর্তমানের এই ক্রান্তিলগ্নে তিনি বেঁচে থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, বিএনপি ঢাকায় শান্তিপূর্ণভাবে বিভাগীয় সমাবেশ করবে। ওই সমাবেশের মাধ্যমে দেশের জনগণ জানিয়ে দেবে এ সরকারকে তাঁরা আর দেখতে চায় না। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি বিভাগীয় সমাবেশকে প্রতিহত করতে ব্যর্থ চেষ্টা করেছে। ঢাকার স্মরণকালের এ সমাবেশের বিঘ্ন ঘটাতে অপচেষ্টা শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত