ডা. মো. ফারুক হোসেন
বিভিন্নভাবে দাঁতের অতিসংবেদনশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ, যা এনামেল নামে পরিচিত, ক্ষয় হলে দাঁতের ডেন্টিন বের হয়ে যায় । ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার খাওয়ার সময় দাঁত শিরশির করতে পারে।
অতিসংবেদনশীলতার কারণ
যেসব সমস্যা হতে পারে
দাঁতের অতিসংবেদনশীলতার কারণে ঠান্ডা অথবা গরম পানি বা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। আবার খাবার খাওয়ার সময়ও দাঁত শিরশির করতে পারে। অনেকের দাঁতে ব্যথা হতে পারে। খাবার ঠিকভাবে খাওয়া কঠিন হয়ে পড়ে। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের ভেতরে ঢুকে যেতে পারে। তাই দাঁত শিরশির করে।
যেমন টুথপেস্ট ব্যবহার করতে হবে
দাঁতের শিরশির ভাব দূর করার জন্য উপযোগী টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্টগুলো থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে, যা দাঁতের শিরশির ভাব প্রতিরোধ করে। বিভিন্ন ধরনের টুথপেস্ট এবং তরল ওষুধ দাঁতের শিরশির অথবা অতিসংবেদনশীলতা নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে। সবচেয়ে দ্রুত কাজ করে থাকে সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্ট। এ ধরনের টুথপেস্ট মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যে দাঁতের শিরশির ভাব কমিয়ে দিতে সক্ষম। সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্টে রয়েছে পটাশিয়াম সাইট্রেট, হাইড্রক্সিঅ্যাপাটাইট এবং জিংক সাইট্রেট। পটাশিয়াম সাইট্রেট দাঁতের স্নায়ুর সংবেদনশীলতা কমিয়ে দেয়, যার কারণে টুথপেস্ট শিরশির করা দাঁতে প্রয়োগ করার ৩০ সেকেন্ডের মধ্যে শিরশির অনুভূতি থেকে রোগী মুক্তি পেয়ে আরাম অনুভব করে। তখন আর খাবার খাওয়ায় সমস্যা হয় না।
সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। যাদের হার্টের সমস্যা আছে, তাদের মাড়ির স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
হাইড্রক্সিঅ্যাপাটাইট দাঁতের এনামেলের প্রাকৃতিক খনিজ উপাদান। দাঁতের এনামেল যখন ক্ষয় হয়, তখন খনিজ উপাদানগুলোর ডিমিনারালাইজেশন হয়ে থাকে। টুথপেস্টে বিদ্যমান হাইড্রক্সিঅ্যাপাটাইট রিমিনারালাইজেশনে সাহায্য করে এবং পুনরায় দাঁতের ক্ষয় রোধ করে থাকে। জিংক সাইট্রেটের ব্যাকটেরিয়াবিরোধী কার্যকারিতা রয়েছে। ফলে দাঁত ও মাড়ির সুরক্ষার জন্য কাজ করে থাকে। তবে সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্ট ব্যবহার করার পরেও যদি আপনার দাঁতের শিরশির ভাব দূর না হয়, সে ক্ষেত্রে দাঁতের চিকিৎসা অবশ্যই প্রয়োজন। আপনার ক্ষয়প্রাপ্ত দাঁতে লাইটকিউর ফিলিং ছাড়াও অন্যান্য ধরনের বিশেষ চিকিৎসা প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। তবে প্রাথমিক অবস্থায় টুথপেস্ট আঙুলে নিয়ে শিরশির করা দাঁতে লাগিয়ে দিলে ৩০ সেকেন্ডের মধ্যে আপনার শিরশির অনুভূতি চলে যাবে।
প্রতিরোধ
লেখক: মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, ইমপ্রেস ওরাল কেয়ার, ঢাকা
বিভিন্নভাবে দাঁতের অতিসংবেদনশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ, যা এনামেল নামে পরিচিত, ক্ষয় হলে দাঁতের ডেন্টিন বের হয়ে যায় । ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার খাওয়ার সময় দাঁত শিরশির করতে পারে।
অতিসংবেদনশীলতার কারণ
যেসব সমস্যা হতে পারে
দাঁতের অতিসংবেদনশীলতার কারণে ঠান্ডা অথবা গরম পানি বা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। আবার খাবার খাওয়ার সময়ও দাঁত শিরশির করতে পারে। অনেকের দাঁতে ব্যথা হতে পারে। খাবার ঠিকভাবে খাওয়া কঠিন হয়ে পড়ে। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের ভেতরে ঢুকে যেতে পারে। তাই দাঁত শিরশির করে।
যেমন টুথপেস্ট ব্যবহার করতে হবে
দাঁতের শিরশির ভাব দূর করার জন্য উপযোগী টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্টগুলো থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে, যা দাঁতের শিরশির ভাব প্রতিরোধ করে। বিভিন্ন ধরনের টুথপেস্ট এবং তরল ওষুধ দাঁতের শিরশির অথবা অতিসংবেদনশীলতা নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে। সবচেয়ে দ্রুত কাজ করে থাকে সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্ট। এ ধরনের টুথপেস্ট মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যে দাঁতের শিরশির ভাব কমিয়ে দিতে সক্ষম। সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্টে রয়েছে পটাশিয়াম সাইট্রেট, হাইড্রক্সিঅ্যাপাটাইট এবং জিংক সাইট্রেট। পটাশিয়াম সাইট্রেট দাঁতের স্নায়ুর সংবেদনশীলতা কমিয়ে দেয়, যার কারণে টুথপেস্ট শিরশির করা দাঁতে প্রয়োগ করার ৩০ সেকেন্ডের মধ্যে শিরশির অনুভূতি থেকে রোগী মুক্তি পেয়ে আরাম অনুভব করে। তখন আর খাবার খাওয়ায় সমস্যা হয় না।
সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। যাদের হার্টের সমস্যা আছে, তাদের মাড়ির স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
হাইড্রক্সিঅ্যাপাটাইট দাঁতের এনামেলের প্রাকৃতিক খনিজ উপাদান। দাঁতের এনামেল যখন ক্ষয় হয়, তখন খনিজ উপাদানগুলোর ডিমিনারালাইজেশন হয়ে থাকে। টুথপেস্টে বিদ্যমান হাইড্রক্সিঅ্যাপাটাইট রিমিনারালাইজেশনে সাহায্য করে এবং পুনরায় দাঁতের ক্ষয় রোধ করে থাকে। জিংক সাইট্রেটের ব্যাকটেরিয়াবিরোধী কার্যকারিতা রয়েছে। ফলে দাঁত ও মাড়ির সুরক্ষার জন্য কাজ করে থাকে। তবে সেনসিটিভ এক্সপার্ট টুথপেস্ট ব্যবহার করার পরেও যদি আপনার দাঁতের শিরশির ভাব দূর না হয়, সে ক্ষেত্রে দাঁতের চিকিৎসা অবশ্যই প্রয়োজন। আপনার ক্ষয়প্রাপ্ত দাঁতে লাইটকিউর ফিলিং ছাড়াও অন্যান্য ধরনের বিশেষ চিকিৎসা প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। তবে প্রাথমিক অবস্থায় টুথপেস্ট আঙুলে নিয়ে শিরশির করা দাঁতে লাগিয়ে দিলে ৩০ সেকেন্ডের মধ্যে আপনার শিরশির অনুভূতি চলে যাবে।
প্রতিরোধ
লেখক: মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, ইমপ্রেস ওরাল কেয়ার, ঢাকা
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে