ফকিরহাট (বাগেরহাট) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে অসময়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষ পড়েছে চরম দুর্ভোগে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সঙ্গে বেড়েছে শীত। এ ছাড়া সারা দিন মেঘলা আকাশসহ থেমে থেমে বৃষ্টি হয়েছে।
ঝড় ও বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল দুপুরে গাছের ডাল ভেঙে পড়তে দেখা যায়। হঠাৎ দমকা হওয়ায় অনেক কাঁচা ঘরের ছাউনি উড়িয়ে নেওয়ায় ঘরের জিনিসপত্র ভিজে বিপাকে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষ। শ্রমিক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হলেও বৃষ্টিতে তাঁদের কর্মহীন অবস্থায় বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা যায়। ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়।
ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা বাচ্চু হাওলাদারসহ কয়েকজন বলেন, তাঁরা পলিথিন ও ত্রিপল দিয়ে কুঁড়েঘর তৈরি করে পরিবার নিয়ে থাকেন। প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে তা মেরামত করেন। কিন্তু এবার শীতকালে ভারী বৃষ্টি হওয়ায় সবকিছু ভিজে একাকার হয়ে গেছে। ছোট বাচ্চাদের নিয়ে শীতে তাঁরা দুর্ভোগে আছেন।
উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে প্রায় পঞ্চাশ ঘর বেদে পরিবারের বাস। অসময়ের ভারী বৃষ্টিতে কাদা-জলে অর্ধ নিমজ্জিত তাঁদের কুঁড়েঘরগুলো। রান্নাসহ দৈনন্দিন কাজ করতে না পেরে বিপাকে আছেন তাঁরা।
ফকিরহাটের কিরণের মোড় এলাকার ভ্যানচালক জুলু সেখ ও বাহিরদিয়া এলাকার ভ্যানচালক আব্দুর রহমান বলেন, সারা দিন আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টি হওয়ায় মানুষ ঘরবন্দী। যাত্রী না থাকায় কোনো আয় হয়নি। দ্রব্যমূল্য এত বেশি যে সারা দিন খেটে কোনোমতে দুবেলা খাবার খান। বৃষ্টিতে সে পথও বন্ধ।
এ সময়ে সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকার হলেও ভারী বৃষ্টি সবজির জন্য ক্ষতি বলে জানান কৃষক মোস্তফা হাসান। তিনি বলেন, এই মুষলধারে বৃষ্টির কারণে তাঁর আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার মতো মড়ক লাগার সম্ভাবনা আছে। এ ছাড়া অন্যান্য শীতকালীন সবজি চাষিরা ক্ষতির মুখে পড়বেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, বৃষ্টি আজ পর্যন্ত অব্যাহত থাকলে কৃষির ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে আলু, সরিষা, টমেটো, মসুর ডালের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বৃষ্টির পর ঘন কুয়াশা ফসলের জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। এ ছাড়া শীতে দরিদ্রদের নিয়মিত শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।
এদিকে বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার ব্যাহত হয়েছে। গতকাল সকালে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হলে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে সকাল থেকেই গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের সারি দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচলে বেগ পেতে হচ্ছে। তাই স্বাভাবিকের তুলনায় যানবাহন পারাপার কম হচ্ছে। তবে রোদের দেখা পেলে ঘাট এলাকায় পুনরায় যানবাহন পারাপার স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
বাগেরহাটের ফকিরহাটে অসময়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষ পড়েছে চরম দুর্ভোগে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সঙ্গে বেড়েছে শীত। এ ছাড়া সারা দিন মেঘলা আকাশসহ থেমে থেমে বৃষ্টি হয়েছে।
ঝড় ও বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল দুপুরে গাছের ডাল ভেঙে পড়তে দেখা যায়। হঠাৎ দমকা হওয়ায় অনেক কাঁচা ঘরের ছাউনি উড়িয়ে নেওয়ায় ঘরের জিনিসপত্র ভিজে বিপাকে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষ। শ্রমিক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হলেও বৃষ্টিতে তাঁদের কর্মহীন অবস্থায় বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা যায়। ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়।
ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাশে গড়ে ওঠা বস্তির বাসিন্দা বাচ্চু হাওলাদারসহ কয়েকজন বলেন, তাঁরা পলিথিন ও ত্রিপল দিয়ে কুঁড়েঘর তৈরি করে পরিবার নিয়ে থাকেন। প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে তা মেরামত করেন। কিন্তু এবার শীতকালে ভারী বৃষ্টি হওয়ায় সবকিছু ভিজে একাকার হয়ে গেছে। ছোট বাচ্চাদের নিয়ে শীতে তাঁরা দুর্ভোগে আছেন।
উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে প্রায় পঞ্চাশ ঘর বেদে পরিবারের বাস। অসময়ের ভারী বৃষ্টিতে কাদা-জলে অর্ধ নিমজ্জিত তাঁদের কুঁড়েঘরগুলো। রান্নাসহ দৈনন্দিন কাজ করতে না পেরে বিপাকে আছেন তাঁরা।
ফকিরহাটের কিরণের মোড় এলাকার ভ্যানচালক জুলু সেখ ও বাহিরদিয়া এলাকার ভ্যানচালক আব্দুর রহমান বলেন, সারা দিন আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টি হওয়ায় মানুষ ঘরবন্দী। যাত্রী না থাকায় কোনো আয় হয়নি। দ্রব্যমূল্য এত বেশি যে সারা দিন খেটে কোনোমতে দুবেলা খাবার খান। বৃষ্টিতে সে পথও বন্ধ।
এ সময়ে সামান্য বৃষ্টি কৃষির জন্য উপকার হলেও ভারী বৃষ্টি সবজির জন্য ক্ষতি বলে জানান কৃষক মোস্তফা হাসান। তিনি বলেন, এই মুষলধারে বৃষ্টির কারণে তাঁর আলুখেতে ছত্রাকজনিত রোগ ও আলু পচে যাওয়ার মতো মড়ক লাগার সম্ভাবনা আছে। এ ছাড়া অন্যান্য শীতকালীন সবজি চাষিরা ক্ষতির মুখে পড়বেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, বৃষ্টি আজ পর্যন্ত অব্যাহত থাকলে কৃষির ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে আলু, সরিষা, টমেটো, মসুর ডালের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বৃষ্টির পর ঘন কুয়াশা ফসলের জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। এ ছাড়া শীতে দরিদ্রদের নিয়মিত শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।
এদিকে বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার ব্যাহত হয়েছে। গতকাল সকালে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হলে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে সকাল থেকেই গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের সারি দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচলে বেগ পেতে হচ্ছে। তাই স্বাভাবিকের তুলনায় যানবাহন পারাপার কম হচ্ছে। তবে রোদের দেখা পেলে ঘাট এলাকায় পুনরায় যানবাহন পারাপার স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে