দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে আলুচাষিরা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এ বছর কনকনে ঠান্ডা সত্ত্বেও এখনো আলুগাছে নাবি ধসা (লেট ব্লাইট) এবং কাণ্ড পচা রোগ দেখা দেয়নি। সেই সঙ্গে অতিরিক্ত কুয়াশা না থাকায় চাষিরা ভালো ফলনের সম্ভাবনা দেখছেন।
দুর্গাপুরে আগের বছরগুলোতে এ সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বিস্তীর্ণ এলাকার আলুখেতে মারাত্মক নাবি ধসা ও কাণ্ড পচা রোগের প্রকোপ দেখাতে দিত। এবার এখন পর্যন্ত খেত রোগমুক্ত ও নিরাপদ রয়েছে বলে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উপজেলায় গত বছর আলুচাষিদের লোকসান হলেও এ বছর রেকর্ড পরিমাণ জমিতে ফসলটির চাষ হয়েছে।
দুর্গাপুর কৃষি অফিস জানায়, এবার ২ হাজার ১২০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা গত বছর ছিল ১ হাজর ৯৮০ হেক্টর। এ বছর উপজেলায় আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ১২০ মেট্রিক টন। গত বছর এটি ছিল ৫১ হাজার ৪৮০ মেট্রিক টন।
চাষিরা জানান, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো থাকলেও সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ হলে আলু খেতের ক্ষতি হতে পারে। যাঁরা মৌসুমের শেষের দিকে চাষ করেছেন তাঁরা এ নিয়ে শঙ্কায় আছেন। তবে মৌসুমের প্রথম দিকে যাঁরা আগাম আলু লাগিয়েছেন তাঁদের খুব একটা দুশ্চিন্তা নেই।
দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের আবদুস সামাদ বলেন, ‘উচ্চ দামে আলু বীজ কিনে প্রায় এক হেক্টর জমিতে চাষ করেছি। গাছের পরিপক্বতা দেখে খুব ভালো মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার গতবারের চেয়ে লাভের অঙ্ক একটু বেশি হবে।’
হাটকান পাড়া এলাকার আশরাফ উদ্দিন জানান, গতবার আলুতে ব্যাপক লোকসান হয়েছে। তবুও আবাদ ছাড়েননি। মাঠে প্রায় ২০ বিঘা জমিতে আলু রয়েছে তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, এবার তীব্র কুয়াশা না থাকায় এখন পর্যন্ত খেত রোগমুক্ত রয়েছে। বাকি সময়টুকু আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ভালো ফলন হবে। খেত পরিচর্যায় মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তারা সার্বক্ষণিক আলুচাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
দুর্গাপুরে আলুচাষিরা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এ বছর কনকনে ঠান্ডা সত্ত্বেও এখনো আলুগাছে নাবি ধসা (লেট ব্লাইট) এবং কাণ্ড পচা রোগ দেখা দেয়নি। সেই সঙ্গে অতিরিক্ত কুয়াশা না থাকায় চাষিরা ভালো ফলনের সম্ভাবনা দেখছেন।
দুর্গাপুরে আগের বছরগুলোতে এ সময়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বিস্তীর্ণ এলাকার আলুখেতে মারাত্মক নাবি ধসা ও কাণ্ড পচা রোগের প্রকোপ দেখাতে দিত। এবার এখন পর্যন্ত খেত রোগমুক্ত ও নিরাপদ রয়েছে বলে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উপজেলায় গত বছর আলুচাষিদের লোকসান হলেও এ বছর রেকর্ড পরিমাণ জমিতে ফসলটির চাষ হয়েছে।
দুর্গাপুর কৃষি অফিস জানায়, এবার ২ হাজার ১২০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা গত বছর ছিল ১ হাজর ৯৮০ হেক্টর। এ বছর উপজেলায় আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ১২০ মেট্রিক টন। গত বছর এটি ছিল ৫১ হাজার ৪৮০ মেট্রিক টন।
চাষিরা জানান, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো থাকলেও সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ হলে আলু খেতের ক্ষতি হতে পারে। যাঁরা মৌসুমের শেষের দিকে চাষ করেছেন তাঁরা এ নিয়ে শঙ্কায় আছেন। তবে মৌসুমের প্রথম দিকে যাঁরা আগাম আলু লাগিয়েছেন তাঁদের খুব একটা দুশ্চিন্তা নেই।
দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের আবদুস সামাদ বলেন, ‘উচ্চ দামে আলু বীজ কিনে প্রায় এক হেক্টর জমিতে চাষ করেছি। গাছের পরিপক্বতা দেখে খুব ভালো মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার গতবারের চেয়ে লাভের অঙ্ক একটু বেশি হবে।’
হাটকান পাড়া এলাকার আশরাফ উদ্দিন জানান, গতবার আলুতে ব্যাপক লোকসান হয়েছে। তবুও আবাদ ছাড়েননি। মাঠে প্রায় ২০ বিঘা জমিতে আলু রয়েছে তাঁর।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, এবার তীব্র কুয়াশা না থাকায় এখন পর্যন্ত খেত রোগমুক্ত রয়েছে। বাকি সময়টুকু আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ভালো ফলন হবে। খেত পরিচর্যায় মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তারা সার্বক্ষণিক আলুচাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে